বৃহস্পতিবার, ১৮ই জানুয়ারি, ২০১৮ ইং ৫ই মাঘ, ১৪২৪ বঙ্গাব্দ

সিভিল সার্জন কার্যালয়ে সাংবাদিকদের ওরিয়েন্টশন কোর্স

AmaderBrahmanbaria.COM
এপ্রিল ৮, ২০১৪

সংবাদদাতা ॥ মাতুদুগ্ধ বিষয়ে সাংবাদিকদের এক ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণবাড়িয়া সিভিল সার্জন কার্যালয়ের মিলনায়তনে  মঙ্গলবার অনুষ্ঠিত হয়েছে। স্বাস্থ্য বিভাগ, জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান, বাংলাদেশ ব্রেস্টফিডিং ফাউন্ডেশন, ইউনিসেফ এর উদ্যোগে এ কোর্সে প্রধান অতিথি ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের উপপরিচালক ডাঃ মোঃ মওদুদ হোসেন।
সিভিল সার্জন ডাঃ নারায়ন চন্দ্র দাসের সভাপতিত্বে মাতৃদুগ্ধ বিষয়ে বক্তব্য রাখেন সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ শওকত হোসেন,মেডিকেল অফিসার ডাঃ গাজী মোঃ আশিকুজ্জামান,ডিএমসিএইচ এন্ড আইও ডাঃ মোঃ জাহাঙ্গীর আলম,জাইকা প্রতিনিধি মাক ইনামী, বাংলাদেশ ব্রেস্ট ফিডিং ফাউন্ডেশনের মনিটরিং অফিসার স্বপন কুমার মন্ডল,ওমর ফারুক রাসেল। সাংবাদিকদের মধ্যে আলোচনা করেন ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সভাপতি সৈয়দ মিজানুর রেজা, সহ সভাপতি আল আমীন শাহীন, সহ সভাপতি সৈয়দ মোহাম্মদ আকরাম, সাধারণ সম্পাদক রিয়াজউদ্দিন জামি, পাঠাগার সম্পাদক নজরুল ইসলাম শাহজাদা সহ অন্যান্যরা। আলোচনায় মাতৃদুগ্ধ বিকল্প, শিশু খাদ্য, বাণিজ্যিকভাবে প্রস্তুতকৃত শিশুর বাড়তি খাদ্য ও উহা ব্যবহারের সরঞ্জামাদী (বিপনন নিয়ন্ত্রণ) আইন ২০১৩ সম্পর্কে অবগতি, মাতৃদুগ্ধের উপকারিতা, বিকল্প দুগ্ধের ক্ষতিকর বিভিন্ন বিষয় তুলে ধরা হয়। কোর্সে বক্তারা রেজিস্ট্রেশন বিহীন শিশুখাদ্য বাজারজাত করণ , মায়েদের বিনামূল্যে শিশুখাদ্যের নমুনা প্রদান, জনগণের মধ্যে মায়ের দুধের বিকল্প পন্যের প্রচার, স্বাস্থ্য সেবা কেন্দ্রে বিকল্প পন্য ব্যবহারকে উৎসাহিত করা , উপহার ও বিনামূল্যে বিকল্প পণ্যের নমুনা স্বাস্থ্যকর্মীদের প্রদান, বোতলে দুধ খাওয়ানোর পক্ষে কোন বক্তব্য প্রদান ও ছবি প্রদর্শন, মায়েদের প্রতি কোম্পানী বিক্রয় প্রতিনিধির উপদেশ প্রদান, রেডিও টেলিভিশন, পত্র পত্রিকা ও সাময়িকী সহ গণমাধ্যমে মায়ের দুধের বিকল্প পন্যের প্রচার নিষিদ্ধ উল্লেখ করে এ থেকে বিরত থাকা এবং এ ব্যাপারে জনসচেতনতা সৃস্টির আহবান জানান হয়।

এ জাতীয় আরও খবর

  • বাবরি মসজিদ: আদভানিসহ বিজেপি নেতাদের বিরুদ্ধে তদন্তের নির্দেশবাবরি মসজিদ: আদভানিসহ বিজেপি নেতাদের বিরুদ্ধে তদন্তের নির্দেশ
  • রাজধানীতে ট্রাকের ধাক্কায় নিহত ২রাজধানীতে ট্রাকের ধাক্কায় নিহত ২
  • সরাইল উপজেলা পরিষদ নির্বাচনের জন্য ২৬ প্রার্থীর মনোনয়ন পত্র দাখিল সরাইল উপজেলা পরিষদ নির্বাচনের জন্য ২৬ প্রার্থীর মনোনয়ন পত্র দাখিল
  • আরেকটি বিপদের দিনে ত্রাতা মিরাজআরেকটি বিপদের দিনে ত্রাতা মিরাজ
  • মুসলিম বিবাহের অবশ্য পূরণীয় শর্তাবলীমুসলিম বিবাহের অবশ্য পূরণীয় শর্তাবলী
  • সাব্বির-সাকিব জুটির প্রশংসায় রিয়াদসাব্বির-সাকিব জুটির প্রশংসায় রিয়াদ
  • শিখে নিন তেজপাতা দিয়ে দাঁত ঝকঝকে সাদা করার কৌশলশিখে নিন তেজপাতা দিয়ে দাঁত ঝকঝকে সাদা করার কৌশল
  • ভ্যালেন্টাইনস ডে’তে সানির প্লান কি জানেন ?ভ্যালেন্টাইনস ডে’তে সানির প্লান কি জানেন ?
  • সোমবার ২ দলের সঙ্গে সংলাপে বসবেন ইসিসোমবার ২ দলের সঙ্গে সংলাপে বসবেন ইসি
  • অস্তিত্বের লড়াইয়ে আজ মুখোমুখি সাকিব-মুস্তাফিজঅস্তিত্বের লড়াইয়ে আজ মুখোমুখি সাকিব-মুস্তাফিজ
  • ভালোবাসার সত্যতা পরীক্ষাভালোবাসার সত্যতা পরীক্ষা
  • অ্যাম্বুলেন্সে বস্তাভর্তি গাঁজাঅ্যাম্বুলেন্সে বস্তাভর্তি গাঁজা