g আবার ভারত-পাকিস্তান সিরিজ | AmaderBrahmanbaria.Com – আমাদের ব্রাহ্মণবাড়িয়া

রবিবার, ৮ই অক্টোবর, ২০১৭ ইং ২৩শে আশ্বিন, ১৪২৪ বঙ্গাব্দ

আবার ভারত-পাকিস্তান সিরিজ

AmaderBrahmanbaria.COM
মে ১৫, ২০১৪

---

Ind & PKস্পোর্টস ডেস্ক: ২০০৮ সালে মুম্বাইয়ে সন্ত্রাসী হামলার পর ভারত ও পাকিস্তানের মধ্যে ক্রিকেট সিরিজ বন্ধ হয়ে যায়। এরপর দীর্ঘ ৬ বছর এই দুই দেশ নিজেদের মধ্যে কোনো ক্রিকেট সিরিজ খেলেনি।
বুধবার পাকিস্তান ক্রিকেট বোর্ড থেকে জানানো হয়েছে বিসিসিআই পাকিস্তানের সঙ্গে ৬ টি ক্রিকেট সিরিজ খেলার জন্য রাজী হয়েছে। পিসিবির অফিসিয়াল ওয়েবে আরো জানানো হয় আগামি বছর সংযুক্ত আরব-আমিরাতে পাকিস্তানের বিরুদ্ধে দুটি টেস্ট, তিনটি ওয়ানডে ও দুটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে ভারত।
পাকিস্তানের প্রধান অপারেটিং অফিসার সোবহান আহমেদ জানিয়েছেন, ‘এই ৬টি সিরিজে মোট ১৪টি টেস্ট, ৩০টি ওয়ানডে, ও ১২টি টি-টোয়ন্টি আন্তর্জাতিক ম্যাচ খেলবে দুই দেশ।’
২০০৭ সালের পর থেকে রাজনৈতিক ইস্যূ ছাড়াও অন্যান্য কিছু কারণে দুই দেশ নিজেদের মধ্যে কোনো দ্বিপাক্ষিক সিরিজ খেলেনি। ২০০৮ সালে মুম্বাই হামলার পর ভারত পাকিস্তানের বিপক্ষে সব সিরিজ বাতিল করেছিল।
২০১২ সালের ডিসেম্বরে ভারত-পাকিস্তান ছোট একটি সিরিজ খেলেছিল। সেই সিরিজে তিনটি ওয়ানডে ও দুটি টি-টোয়েন্টি ম্যাচ খেলা হয়েছিল। এছাড়া আইসিসির আয়োজনে বিশ্বকাপে ও এশিয়া কাপে দুই দল মুখোমুখি হয়েছিল।

এ জাতীয় আরও খবর