রবিবার, ৪ঠা ফেব্রুয়ারি, ২০১৮ ইং ২২শে মাঘ, ১৪২৪ বঙ্গাব্দ

দ্বিতীয় বিশ্বযুদ্ধের যুদ্ধবিমান নিলামে

১৯৪০ সালে গুলি করে ফ্রান্সে নামানো হয়েছিল এই এয়ারক্রাফটকে। সেই যুদ্ধবিমান তোলা হল নিলামে। ৩০ লাখ ডলার পর্যন্ত দাম উঠেছে। চ্যারিটির জন্য ব্যবহৃত হবে এই টাকা। ১৯৮০ তে কালাইস সমুদ্র সৈকত থেকে উদ্ধার করা হয় এই ভিকারস সুপারমেরিন স্পিটফায়ারকে। আগামী বৃহস্পতিবার পর্যন্ত চলবে এই নিলাম। এটি এখনাে উড়তে পারে বলে জানা গেছে। রয়্যাল এয়ারফোর্স বেনেভোলেন্ট ফান্ডের কর্ণধার জানিয়েছেন, এটি প্রযুক্তির এক অন্যতম নিদর্শন। এটি ব্রিটেনের যুদ্ধের অন্যতম গুরুত্বপূর্ণ নিদর্শন।