g জাতীয় মূসক দিবস আজ | AmaderBrahmanbaria.Com – আমাদের ব্রাহ্মণবাড়িয়া

শুক্রবার, ২০শে অক্টোবর, ২০১৭ ইং ৫ই কার্তিক, ১৪২৪ বঙ্গাব্দ

জাতীয় মূসক দিবস আজ

AmaderBrahmanbaria.COM
জুলাই ১০, ২০১৫

---

আজ শুক্রবার সারা দেশে মূসক (মূল্য সংযোজন কর) দিবস পালন করছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। একইসঙ্গে ১০ জুলাই থেকে ১৬ জুলাই পর্যন্ত মুসক সপ্তাহ পালন করা হবে। ‘যথাসময়ে ভ্যাট পরিশোধ করুন, জাতীয উন্নয়নে অবদান রাখুন’ স্লোগান নিয়ে এনবিআর এর উদ্যোগে এবার পঞ্চমবারের মত মূসক দিবস ও সপ্তাহ পালন করা হচ্ছে।  দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক পৃথক বাণী দিয়েছেন। মূসক দিবস উপলক্ষে শুক্রবার সকাল ৯টায় জাতীয় রাজস্ব বোর্ড ভবনের প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য র‌্যালি বের করে জাতীয় প্রেসক্লাবের সামনে শেষ হবে। অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান র‌্যালিটি উদ্বোধন করবেন। মূসক সম্পর্কে জনগণ ও ব্যবসায়ীদের মধ্যে অধিকতর সচেতনতা সৃষ্টি করতে অন্যবারের মতো এবারো মূসক দিবস ও সপ্তাহে আলোচনা সভাসহ বিভিন্ন কর্মসূচি পালন করা হবে। আগামী রবিবার রাজধানীর বঙ্গবন্ধু সম্মেলন কেন্দ্রে এ উপলক্ষে অনুষ্ঠানের আজোন করা হয়েছে। অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

এ জাতীয় আরও খবর