সোমবার, ২৫শে ডিসেম্বর, ২০১৭ ইং ১১ই পৌষ, ১৪২৪ বঙ্গাব্দ

মুসলমানদের জোর করে ধর্মান্তরিত করা হচ্ছে মধ্য আফ্রিকায়

AmaderBrahmanbaria.COM
আগস্ট ২, ২০১৫

---

ওয়েস্টার্ন সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকে (সিএআর) মুসলমানদেরকে জোর করে ধর্মান্তরিত করা হচ্ছে বলে জানিয়েছে মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। গত শুক্রবার প্রকাশিত এক প্রতিবেদনে সংস্থাটি এ কথা জানিয়েছে। মুছে ফেলল পরিচয় : সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকে জাতিগত মুসলিম বিশোধন শিরোনামে প্রতিবেদন প্রকাশ করেছে অ্যামনেস্টি। প্রতিবেদনে বলা হয়েছে যে, ওয়েস্টার্ন সিএআরে ২০১৪ সালে হত্যাযজ্ঞের পর জোরপূর্বক ঘরবাড়ি থেকে তাড়িয়ে দেয়া গৃহহীন মুসলিমরা নিজেদের ঘরবাড়িতে ফিরলে তাদেরকে প্রকাশ্যে ধর্মপালনে বাধা দিচ্ছে অ্যান্টি-বলাকা মিলিশিয়ারা। তারা কাউকে কাউকে মৃত্যুর ভয় দেখিয়ে খ্রিস্টান ধর্ম গ্রহণে বাধ্য করছে। অ্যামনেস্টির সিনিয়র ক্রাইসিস রেসপন্স অ্যাডভাইজার জোয়ানে ম্যারিনার বলেছেন, সেন্টার আফ্রিকান রিপাবলিকে হাজার হাজার মুসলিম বাধ্য হয়ে আত্মরক্ষায় সহায়-সম্পদ, ঘরবাড়ি ছেড়ে পালিয়ে গেছে। অ্যান্টি বলাকা মিলিশিয়ারা এখন যেসব মুসলমান সেখানে থেকে গিয়েছিল বা ঘরে ফিরেছে তাদের উপর অত্যাচার করছে অ্যান্টি বলাকা মিলিশিয়ারা।তিনি আরো বলেন, যেসব এলাকায় লক্ষ্যণীয়ভাবে জাতিসংঘের শান্তি রক্ষীরা অনুপস্থিত সেখানে কোনো শাস্তির ঝুঁকি ব্যতিরেকে মুসলমানদের লক্ষ্যবস্তুতে পরিণত করা হচ্ছে। কাউকে জোর করে খ্রিস্টান বানানো হচ্ছে। বাকিদের মুসলিম হিসেবে পরিচয় দেয়া নিষিদ্ধ করা হয়েছে। সাঙ্ঘা-এমবাইরি জেলার ২৩ বছর বয়সী এক যুবক বলেছেন, আমাদের ইচ্ছার বিরুদ্ধে ক্যাথলিক চার্চে যোগ দিতে হয়। অ্যান্টি বলাকা গ্রুপ প্রতিজ্ঞা করেছে, যদি আমরা এটা না করি তাহলে মেরে ফেলবে। অ্যামনেস্টির জোয়ান ম্যারিনার বলেছেন, আফ্রিকার ওই দেশটির মুসলমানদেরকে রক্ষা করতে অবশ্যই নতুন প্রচেষ্টা গ্রহণ করতে হবে। অ্যামনেস্টি জানিয়েছে, দেশটির যেসব এলাকায় জাতিসংঘের শান্তিরক্ষীরা নাই সেখানে মুসলিমরা প্রকাশে ধর্ম পালন করতে পারছে না। নামাজ আদায় করা যায় না, মুসলিম ঐতিহ্যের পোশাক নিষিদ্ধ। দেশটিতে ৪০০ মসজিদ ভেঙে চুরমার করে দেয়া হয়েছে। সেগুলো সংস্করণ নিষিদ্ধ করা হয়েছে। এপি।
 

এ জাতীয় আরও খবর

  • খালেদাকে অবরোধ প্রত্যাহারে ২ দিনের আল্টিমেটামখালেদাকে অবরোধ প্রত্যাহারে ২ দিনের আল্টিমেটাম
  • ‘পুলিশ আসিবার আগেই তাহারা মারা গেল’‘পুলিশ আসিবার আগেই তাহারা মারা গেল’
  • যারা রোজা রাখতে অক্ষম তাদের করণীয়যারা রোজা রাখতে অক্ষম তাদের করণীয়
  • শুধু নগ্নই নয় বিয়ের আগে মাও হয়েছেন যে তারকারাশুধু নগ্নই নয় বিয়ের আগে মাও হয়েছেন যে তারকারা
  • ব্যস্ত মানুষের ব্যাগে যে ১৩টি জিনিস থাকা জরুরিব্যস্ত মানুষের ব্যাগে যে ১৩টি জিনিস থাকা জরুরি
  • বয়স ২০ হলে নিজেকেই রপ্ত করতে হয় যে বিষয়গুলোবয়স ২০ হলে নিজেকেই রপ্ত করতে হয় যে বিষয়গুলো
  • অ্যালকোহলে আপত্তি তাপসীরঅ্যালকোহলে আপত্তি তাপসীর
  • ‘সঙ্গী’র খোঁজে তামিম‘সঙ্গী’র খোঁজে তামিম
  • হিন্দু হিসেবে গর্ববোধ করেন মোদিহিন্দু হিসেবে গর্ববোধ করেন মোদি
  • জেনে নিন অকাল গর্ভপাতের প্রধান কারণগুলোজেনে নিন অকাল গর্ভপাতের প্রধান কারণগুলো
  • নবীনগর অগ্নিকান্ডে দুইটি দোকান ভস্মিভূতনবীনগর অগ্নিকান্ডে দুইটি দোকান ভস্মিভূত
  • ছেলেসহ রাগীব আলীর বিরুদ্ধে সমনছেলেসহ রাগীব আলীর বিরুদ্ধে সমন