বুধবার, ২১শে জুন, ২০১৭ ইং ৭ই আষাঢ়, ১৪২৪ বঙ্গাব্দ

আইএসের বিরুদ্ধে ২০১৬ হবে চূড়ান্ত বিজয়ের বছর : ইরাকের প্রধানমন্ত্রী

AmaderBrahmanbaria.COM
ডিসেম্বর ২৯, ২০১৫

---

আইএসের বিরুদ্ধে ২০১৬ হবে চূড়ান্ত বিজয়ের বছর : ইরাকের প্রধানমন্ত্রীইরাকের প্রধানমন্ত্রী হায়দার আল আবাদি মন্তব্য করেছেন, ‘২০১৬ হবে বড় এবং চূড়ান্ত বিজয়ের বছর। এ বছরই ইরাক থেকে আইএসকে বিতাড়িত করা হবে। আমরা শিগগিরই মসুল দখলমুক্ত করতে আসছি এবং এটাই হবে আইএসের বিরুদ্ধে মারাত্মক ও চূড়ান্ত আঘাত।’  খবর বিবিসি
বিবিসির খবরে আরো বলা হয়েছে, ভাষণে ইরাকের দ্বিতীয় বৃহত্তম শহর মসুলও আইএসের কাছ থেকে দখলমুক্ত করার আশা ব্যক্ত করেন ইরাকের প্রধানমন্ত্রী।
এদিকে, জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটকে (আইএস) ইরাক থেকে পুরোপুরি উৎখাত করা হবে। ইরাকের সরকারি বাহিনী আইএসের কাছ থেকে দেশটির রামাদি শহর পুনর্দখলের পর টেলিভিশনে দেয়া এক ভাষণে এ কথা জানিয়েছেন আবাদি।

প্রসঙ্গত, চলতি বছরের মে মাসে ইরাকি সেনাবাহিনীর সঙ্গে যুদ্ধ করে সুন্নি মুসলমান অধ্যুষিত আনবার প্রদেশের রাজধানী রামাদি দখল করে আইএস সদস্যরা। গত কয়েক সপ্তাহের টানা যুদ্ধের পর অবশেষে শহরটির দখল আবারো ফিরে পেল ইরাক সরকার। রামাদির বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এখন লুকিয়ে থাকা আইএস সদস্যদের খুঁজছে সেনাবাহিনী। 

এ জাতীয় আরও খবর