g আখাউড়া পৌরসভায় ১১ কেন্দ্রের মধ্যে ঝুঁকিপূর্ণ ৪ | AmaderBrahmanbaria.Com – আমাদের ব্রাহ্মণবাড়িয়া

রবিবার, ৬ই আগস্ট, ২০১৭ ইং ২২শে শ্রাবণ, ১৪২৪ বঙ্গাব্দ

আখাউড়া পৌরসভায় ১১ কেন্দ্রের মধ্যে ঝুঁকিপূর্ণ ৪

AmaderBrahmanbaria.COM
ডিসেম্বর ২৯, ২০১৫

---

রাকিবুল হাসান নুর : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পৌরসভা নির্বাচনে ১১টি ভোটকেন্দ্রের মধ্যে ৪ ঝুঁকিপূর্ণ।আখাউড়া উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্রে এ তথ্য জানা যায়। এ পৌরসভার সাত, আট ও নয় নং ওয়ার্ডের দেবগ্রাম ও তারাগণ গ্রামের এ দুই এলাকার ৪ টি ভোটকেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে।
আগামীকাল বুধবার সকাল আটটা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে চলবে বিকেল চারটা পর্যন্ত। এর মধ্যে নির্বাচনের সব প্রস্তুতি সম্পন্ন করেছে বলে জানায় উপজেলা নির্বাচন কার্মকর্তারা।
নির্বাচনের সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. বদর উদ-দোজা ভূঁইয়া জানান, নয়টি ওয়ার্ডে ১১টি কেন্দ্রে ৭১টি বুথে ভোটগ্রহণ করা হবে। এর মধ্যে চারটি কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে।
নির্বাচনে ১১ জন প্রিজাইডিং কর্মকর্তা, ৭১ জন সহকারী প্রিজাইডিং কর্মকর্তা ও ১৪২ জন পোলিং কর্মকর্তা দায়িত্ব পালন করবেন।
ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশের বিশেষ শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আব্দুল কাইয়ূম জানান, প্রতিটি কেন্দ্রে অস্ত্রধারী ২০ জন পুলিশ, অস্ত্রধারী ও লাঠিবাহীসহ ৬ জন আনসার নিরাপত্তার দায়িত্ব পালন করবেন। এছাড়াও এক প্লাটুন বিজিবি সদস্য টহলরত থাকবে।
এ পৌরসভায় ২৪ হাজার ৯৫০ জন ভোটার রয়েছেন। এদের মধ্যে নারী ভোটার ১২ হাজার ৪৫৮ জন ও পুরুষ ভোটার ১২ হাজার ৪৯২ জন।

এ জাতীয় আরও খবর