g আগামীকাল সারাদেশে জামায়াতের সকাল-সন্ধ্যা হরতাল | AmaderBrahmanbaria.Com – আমাদের ব্রাহ্মণবাড়িয়া

মঙ্গলবার, ২৫শে জুলাই, ২০১৭ ইং ১০ই শ্রাবণ, ১৪২৪ বঙ্গাব্দ

আগামীকাল সারাদেশে জামায়াতের সকাল-সন্ধ্যা হরতাল

AmaderBrahmanbaria.COM
জানুয়ারি ৬, ২০১৬

---

130698_1জামায়াতে ইসলামীর আমির মাওলানা মতিউর রহমান নিজামীর ফাঁসি বহাল রাখার প্রতিবাদে আগামীকাল বৃহস্পতিবার সারাদেশে সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে জামায়াত।

জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমির মকবুল আহমাদ ও ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল ডা. শফিকুর রহমান
বুধবার সকালে এক যুক্ত বিবৃতিতে এ হরতাল ঘোষণা করেন।

বিবৃতিতে বলা হয়, ‘মাওলানা মতিউর রহমান নিজামীকে ঠাণ্ডা মাথায় সরকারের নির্ধারিত ছকে হত্যা করে সরকার পরিকল্পিতভাবে দেশকে এক ভয়াবহ সংঘাতের দিকে ঠেলে দিতে চায়। সরকারের জুলুম, নির্যাতন ও মাওলানা মতিউর রহমান নিজামীকে পরিকল্পিতভাবে হত্যার ষড়যন্ত্রের প্রতিবাদে আমরা আগামীকাল ৭ ডিসেম্বর বৃহস্পতিবার সারাদেশে সকাল-সন্ধ্যা শানিত্মপুর্ণ হরতাল কর্মসূচি ঘোষণা করছি।’

বিবৃতিতে বলা হয়, ‘ঘোষিত কর্মসূচি সম্পূর্ণ শান্তিপূর্ণভাবে সফল করার জন্য জামায়াতে ইসলামীর সকল শাখা এবং কৃষক, শ্রমিক, ছাত্র, শিক্ষক, বুদ্ধিজীবী, সুশীলসমাজ ও পেশাজীবীসহ সকল শ্রেণি-পেশার মানুষ তথা দেশের আপামর জনতার প্রতি আমরা উদাত্ত আহ্বান জানাচ্ছি।’

বিবৃতিতে জানানো হয়, অ্যাম্বুলেন্স, লাশবাহী গাড়ি, হাসপাতাল, ওষুধের দোকান, ফায়ার সার্ভিস ও সংবাদপত্রের গাড়ি হরতালের আওতামুক্ত থাকবে।

বিবৃতিতে জামায়াত নেতারা ‘পরিকল্পিতভাবে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির, সাবেক মন্ত্রী, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ইসলামী চিন্তাবিদ ও ২০ দলীয় জোটের অন্যতম শীর্ষ নেতা মাওলানা মতিউর রহমান নিজামীকে হত্যার উদ্দেশ্যে তথাকথিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগে মিথ্যা মামলা দায়ের করে মৃত্যুদণ্ডে দণ্ডিত করার তীব্র নিন্দা ও প্রতিবাদ’ জানান।

বিবৃতিতে দাবি করা হয়, ‘মাওলানা মতিউর রহমান নিজামীর বিরুদ্ধে সরকারের পক্ষ থেকে যে সব অভিযোগ উত্থাপন করা হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন, বানোয়াট ও কাল্পনিক। যার প্রমাণ তার জন্মস্থান পাবনার একজন মুক্তিযোদ্ধা কমান্ডারসহ ৩ জন বিশিষ্ট বীর মুক্তিযোদ্ধা। তারা স্বতঃপ্রণোদিত হয়ে ট্রাইব্যুনালে যে সাক্ষ্য দিয়েছেন সেখানে তারা স্পষ্টভাবে বলেছেন, মাওলানা নিজামীর বিরুদ্ধে আনীত অভিযোগের সাথে তার দূরতম কোনো সম্পর্কও নেই।’

‘তারপরও মাওলানা নিজামীকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করায় দেশবাসী বিস্মিত, হতবাক ও গভীরভাবে মর্মাহত। মাওলানা নিজামী ন্যায়বিচার থেকে বঞ্চিত হয়েছেন। দেশবাসী এ রায় প্রত্যাখ্যান করেছে। এ রায়ের বিরুদ্ধে মাওলানা নিজামী উচ্চ আদালতে রিভিউ আবেদন করবেন। রিভিউ আবেদনে ন্যায়বিচার নিশ্চিত হলে মাওলানা নিজামী অবশ্যই বেকসুর খালাস পাবেন বলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি,’ বলা হয় বিবৃতিতে।

বিৃবতিতে অভিযোগ করা হয়, ‘সরকার রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করার জন্য মানবতাবিরোধী অপরাধের বিচারের নামে জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দকে হত্যার পরিকল্পনা গ্রহণ করেছে। শুরু থেকেই সরকার এই বিচার কার্যক্রমকে বিভিন্নভাবে প্রভাবিত করার অপচেষ্টা চালায়।’

এ জাতীয় আরও খবর

  • পূর্ণমন্ত্রী হচ্ছেন পলক ও তারানাপূর্ণমন্ত্রী হচ্ছেন পলক ও তারানা
  • বঙ্গবন্ধুর মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রীবঙ্গবন্ধুর মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী
  • নিজামীর রায়ে গণজাগরণ মঞ্চের উল্লাসনিজামীর রায়ে গণজাগরণ মঞ্চের উল্লাস
  • ব্রাহ্মণবাড়িয়ায় সিলেট-আশুগঞ্জ অপরিশোধিত জ্বালানী তেল সরবরাহ লাইন থেকে তেল চুরি করে পালানোর সময় লরী উল্টে আগুন,ঢাকা-সিলেট মহাসড়ক ২ ঘন্টা বন্ধব্রাহ্মণবাড়িয়ায় সিলেট-আশুগঞ্জ অপরিশোধিত জ্বালানী তেল সরবরাহ লাইন থেকে তেল চুরি করে পালানোর সময় লরী উল্টে আগুন,ঢাকা-সিলেট মহাসড়ক ২ ঘন্টা বন্ধ
  • নিজামীর ফাঁসি বহালনিজামীর ফাঁসি বহাল
  • চলে গেলেন সর্বকালের সেরা মুহাম্মাদ আলিচলে গেলেন সর্বকালের সেরা মুহাম্মাদ আলি
  • প্রধানমন্ত্রীকে অক্টোবরে ভারত সফরের আমন্ত্রণপ্রধানমন্ত্রীকে অক্টোবরে ভারত সফরের আমন্ত্রণ
  • সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা বাড়ানো হবে না : প্রধানমন্ত্রী
  • টাঙ্গাইলে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৫টাঙ্গাইলে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৫
  • বাড়তি কর আদায়ে তিন প্রস্তাব ঢাকার দুই মেয়রেরবাড়তি কর আদায়ে তিন প্রস্তাব ঢাকার দুই মেয়রের
  • শিশু জিহাদের পরিবারকে ক্ষতিপূরণ দিতে নির্দেশ
  • সর্বোচ্চ গুরুত্ব দিলেও শিশু অপহরণ ও হত্যা বাড়ছেই