g কলাবাগানে সম্পূর্ণ টার্গেট কিলিং : ডিএমপি কমিশনার | AmaderBrahmanbaria.Com – আমাদের ব্রাহ্মণবাড়িয়া

সোমবার, ৭ই আগস্ট, ২০১৭ ইং ২৩শে শ্রাবণ, ১৪২৪ বঙ্গাব্দ

কলাবাগানে সম্পূর্ণ টার্গেট কিলিং : ডিএমপি কমিশনার

AmaderBrahmanbaria.COM
এপ্রিল ২৬, ২০১৬

---

DMPনিউজ ডেস্ক : রাজধানীর কলাবাগানে জোড় খুন প্রসঙ্গে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া বলেছেন, ‘প্রাথমিক পর্যায়ে দেখে আমার কাছে যেটা মনে হয়েছে এটা সম্পূর্ণ একটা টার্গেট কিলিং ছিল। তবে এটি স্বার্থসংশ্লিষ্ট ছিল কি না, কোনো দেনা-পাওনার বিষয় ছিল কি না, জঙ্গি সম্পৃক্ততা ছিল কি না তা আমরা খতিয়ে দেখছি।’

আজ সোমবার কলাবাগানের লেক সার্কাস এলাকায় বাসায় ঢুকে দুর্বৃত্তরা কুপিয়ে হত্যা করে ‘রূপবান’ পত্রিকার সম্পাদক ও উন্নয়ন সংস্থা ইউএসএআইডির কর্মকর্তা জুলহাজ মান্নান ও তনয় নামের এক ব্যক্তিকে।  তেঁতুলতলার আসিয়া নিবাস নামের সাততলা ভবনের দ্বিতীয় তলায় খুন হন জুলহাজ মান্নান ও তনয়।

সন্ধ্যায় ঘটনাস্থল পরিদর্শন করে সাংবাদিকদের এ কথা বলেন ডিএমপি কমিশনার আছাদুজ্জামান। নিহত জুলহাজ ঢাকায় নিযুক্ত সাবেক রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মোজীনার প্রটোকল কর্মকর্তা ছিলেন। তিনি সাবেক পররাষ্ট্রমন্ত্রী দীপু মনির খালাতো ভাই।

ডিএমপি কমিশনার আছাদুজ্জামান বলেন, ‘হত্যার উদ্দেশ্য কী ছিল তা বোঝার চেষ্টা করছি। কারা করেছে সে ব্যাপারে যে তথ্য, প্রমাণ এবং আলামত আমরা পেয়েছি এগুলো আমরা যাচাই বাছাই করছি। প্রাথমিক পর্যায়ে দেখে আমার কাছে যেটা মনে হয়েছে এটা সম্পূর্ণ একটা টার্গেট কিলিং ছিল। সুতরাং তাকে হুমকি দিয়েছিল কি না, অথবা এটা জঙ্গি কানেকশন ছিল কি না, তদন্তের প্রাথমিক পর্যায়ে মন্তব্য করা যাবে না। তবে এটি স্বার্থসংশ্লিষ্ট ছিল কি না, কোনো দেনা পাওনার বিষয় ছিল কি না জঙ্গি সম্পৃক্ততা ছিল কি না তা আমরা খতিয়ে দেখছি।’

ডিএমপি কমিশনার জানান, খুনিরা পালিয়ে যাওয়ার সময় টহলরত পুলিশ বাধা দিলে তাদের হাতে মমতাজ নামের এক পুলিশ সদস্য আহত হন। আর বাড়ির নিরাপত্তারক্ষী পারভেজ ঢাকা মেডিকেলে ভর্তি আছেন।

ঘটনাস্থল পরিদর্শনে এসেছিলেন ডিএমপির যুগ্ম কমিশনার মনিরুল ইসলাম। তিনি সাংবাদিকদের বলেন, ‘আমাদের আরো একটু সময় লাগবে। আমরা একেবারে প্রথম স্টেজে। তদন্ত শুরু হয়েছে। এখনো আলামত আমরা সংগ্রহ করছি। আলামত সংগ্রহের পরে এবং অন্যান্য এভিডেন্সের পরে আমরা বলতে পারব যে ইতোপূর্বে সংগঠিত ঘটনার সঙ্গে এর কোনো মিল রয়েছে কি না।’

আগামী কাল মঙ্গলবার ময়নাতদন্ত শেষে জুলহাজ ও তনয়ের পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হবে বলে জানানো হয়।

এ জাতীয় আরও খবর

  • সরাইলে আজ শিশু হালিমার বিয়ে দাওয়াত পেয়েছেন ইউপি সদস্যরাসরাইলে আজ শিশু হালিমার বিয়ে দাওয়াত পেয়েছেন ইউপি সদস্যরা
  • শ্যামলের ৭ দিনের রিমান্ড চেয়েছে পুলিশ
  • তিন ফরম্যাটেই শীর্ষে অনড় সাকিব
  • জীবনের ম্যাজিক! পিতা রিকশাওয়ালা এবং পুত্র জেলাশাসক
  • ভারতকে মুচলেকা দিয়েছিল পাকিস্তান!
  • ‘ভুয়া’ বিরোধী দল সরকারের জন্য বোঝা হয়ে উঠছে-আসাদুজ্জামান রিপন‘ভুয়া’ বিরোধী দল সরকারের জন্য বোঝা হয়ে উঠছে-আসাদুজ্জামান রিপন
  • উগ্রপন্থিদের বিরুদ্ধে অবস্থান নিন : ল্যামবার্টউগ্রপন্থিদের বিরুদ্ধে অবস্থান নিন : ল্যামবার্ট
  • খালেদা জিয়া ক্ষমতায় থাকলে ও শ্রমিকদের খুনি বিরোধী দলে থাকলেও খুনি -নৌ মন্ত্রী খালেদা জিয়া ক্ষমতায় থাকলে ও শ্রমিকদের খুনি বিরোধী দলে থাকলেও খুনি -নৌ মন্ত্রী
  • যেসব অভিযোগে নিজামীর মৃত্যুদণ্ডযেসব অভিযোগে নিজামীর মৃত্যুদণ্ড
  • রাবি অধ্যাপক হত্যা : মন্ত্রীদের আশ্বাসে আন্দোলন স্থগিতরাবি অধ্যাপক হত্যা : মন্ত্রীদের আশ্বাসে আন্দোলন স্থগিত
  • ধর্ষণ করতে গিয়ে লিঙ্গ হারালেন মান্নান।
  • বাংগালীর রান্নাঘর – হালিম।বাংগালীর রান্নাঘর – হালিম।