২৪শে আগস্ট, ২০১৬ ইং, বুধবার ৯ই ভাদ্র, ১৪২৩ বঙ্গাব্দ
  • প্রচ্ছদ » slider 3 » ৬৫ ঊর্ধ্ব বাংলাদেশিদের ৫ বছরের ‘পর্যটক’ ভিসা দেবে ভারত


৬৫ ঊর্ধ্ব বাংলাদেশিদের ৫ বছরের ‘পর্যটক’ ভিসা দেবে ভারত


Amaderbrahmanbaria.com : - ২০.০৮.২০১৬

ভিসানীতির ক্ষেত্রে শিথিলের পথে হাঁটল ভারত। ৬৫ বছরের ঊর্ধ্ব বাংলাদেশি পর্যটকদের ট্যুরিস্ট ভিসার মেয়াদ এক বছর থেকে বাড়িয়ে ন্যূনতম ৫ বছর করা হল। প্রতিবেশি রাষ্ট্রের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারের লক্ষ্যেই এই সিদ্ধান্ত বলে ভারত সরকারের তরফে জানানো হয়েছে। ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জারি করা এক বিবৃতিতে জানানো হয়েছে, ‘ভিসার মেয়াদ এক বছর থেকে পাঁচ বছর বৃদ্ধি করা হয়েছে, ৬৫ বছরের ঊর্ধ্ব বাংলাদেশি পর্যটকরা মাল্টিপল ভিসা এন্ট্রির সুবিধা পাবেন।’ ‘পর্যটকদের সংখ্যা বাড়ানোর জন্য সরকার ভিসা নীতিতে সরলীকরণ এনেছে। বাংলাদেশে অবস্থিত ভিসা মিশনগুলো থেকে বাংলাদেশি পর্যটকদের এই সুবিধা দেওয়া হবে।’ বিবৃতিতে আরও জানানো হয়েছে, ‘সরকারের এই উদ্যোগে ভারত-বাংলাদেশের দ্বি-পাক্ষিক সম্পর্ক আরও জোরদার হবে এবং মানুষে মানুষে যোগাযোগ (পিপল টু পিপল কনটাক্ট) আরও বৃদ্ধি পাবে। এভাবেই দুই দেশের মধ্যে দীর্ঘ বকেয়া ইস্যুগুলোরও সন্তোষজনক সমাধান হয়েছে।’

bd-pratidin.com





Loading...


প্রকাশকঃ মোঃ আশ্রাফুর রহমান রাসেল
সম্পাদকঃ জাবেদ রহিম বিজন

Amaderbrahmanbaria.com
email : [email protected] (news)
Phone: +880851 62307
+8801963094563



close