২রা সেপ্টেম্বর, ২০১৬ ইং, শুক্রবার ১৮ই ভাদ্র, ১৪২৩ বঙ্গাব্দ
পরবর্তী ‘ভারত থেকে নদীর ন্যায্য পানি পাওয়া উচিত বাংলাদেশের’


প্রতিদিন মা’কে মনে পড়ে প্রিন্স উইলিয়ামের


Amaderbrahmanbaria.com : - ২৭.০৮.২০১৬

 

আন্তর্জাতিক ডেস্ক :প্রিন্সেস ডায়ানা অনন্তের পথে পাড়ি জমিয়েছেন আজ প্রায় ২০ বছর। কিন্তু এখনো প্রতিদিন তাকে মনে পড়ে তার বড় ছেলে প্রিন্স উইলিয়ামের। গত বুধবার ইংল্যান্ডের লুটনে একটি অনাথ আশ্রম পরিদর্শনকালে প্রিন্স উইলিয়াম সে-কথাই জানালেন ১৪ বছর বয়সী এক অনাথ বালককে। এসময় তার সঙ্গে ছিলেন তার পত্নী ডাচেস অব ক্যামব্রিজ কেট মিডলটন।

বেন হাইনস নামের ১৪ বছর বয়সী কিশোরটির মা মারা গেছেন গত গ্রীষ্মে। প্রিন্স উইলিয়াম তাকে বলেন, তোমার মনের কষ্ট আমি বুঝি। আমার মা নেই আজ ২০ বছর হয়ে গেল। এখনো প্রতিদিন আমার তার কথা মনে পড়ে।

পুরুষরা মানুষের বড় মর্মবেদনার অংশ হতে পারে না – একথা স্বীকার করে প্রিন্স উইলিয়াম ওই কিশোরকে প্রতিজ্ঞা করান যে, সে তার বাবা ও ভাইদের সঙ্গে যোগাযোগ রাখবে।

এ সময় প্রিন্সেস কেটও অনাথ আশ্রমে অন্য শিশুদের সঙ্গে কিছু আবেগময় মুহূর্ত অতিবাহিত করেন। শিশুদের অনেকে তাকে জড়িয়ে ধরার আবদার করলে তিনি বলেন, অবশ্যই। শিশুদের আদর করতে আমার ভালো লাগে।





Loading...


প্রকাশকঃ মোঃ আশ্রাফুর রহমান রাসেল
সম্পাদকঃ জাবেদ রহিম বিজন
চেয়ারম্যান : আলহাজ্ব নুরুজ্জামান
ঠিকানা : ৬০৩ ফুলবাড়িয়া, ব্রাহ্মণবাড়িয়া।
email : [email protected] (news)
Phone: +880851 62307
+8801963094563


close