১লা সেপ্টেম্বর, ২০১৬ ইং, বৃহস্পতিবার ১৭ই ভাদ্র, ১৪২৩ বঙ্গাব্দ


চুলের আগা ফাটা রোধ করতে…


Amaderbrahmanbaria.com : - ২৯.০৮.২০১৬

অনলাইন ডেস্ক : সঠিক যত্ন ও পুষ্টির অভাবে চুল হারিয়ে ফেলে তার স্বাভাবিক সৌন্দর্য। নিষ্প্রাণ হয়ে যাওয়া চুলের যত্নে ব্যবহার করতে পারেন বিভিন্ন প্রাকৃতিক উপাদান। ভেঙে যাওয়া বিবর্ণ চুলের জন্য এগুলো খুবই কার্যকর। হাতের কাছেই থাকা এসব উপাদান নিয়মিত ব্যবহারে দূর হবে চুলের আগা ফাটা। জেনে নিন কোন কোন উপাদান ব্যবহারে দূর হবে চুলের আগা ফাটা-

ডিম:-
ডিমে রয়েছে প্রোটিন যা চুলে পুষ্টি যোগায়। ডিম ফেটিয়ে ২ টেবিল চামচ নারিকেল তেল মেশান। মিশ্রণটি চুলে লাগান। কিছুক্ষণ পর শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন। আগা ফাটা কমে যাবে। পাশাপাশি চুল হবে উজ্জ্বল।

অ্যালোভেরা:-
অ্যালোভেরা জেল চুলের আগায় লাগিয়ে রাখুন। নিয়মিত করলে চুলের আগার জৌলুস ফিরে আসবে।

দই:-
অলিভ অয়েল ও দই মিশিয়ে তৈরি নতুন হেয়ার প্যাক। প্যাকটি চুলে লাগিয়ে রেখে ধুয়ে ফেলুন। আগা ফাটা রোধ করার চমৎকার প্যাক এটি।

মেয়োনেজ:-
গোসলের আগে মেয়োনেজ ও নারিকেল তেলের মিশ্রণ চুলে লাগান। এটি দূর করবে চুলের আগা ফাটা।

নারিকেল তেল:-
নারিকেল তেল কুসুম গরম করে চুলে ম্যাসাজ করুন। গরম তোয়ালে দিয়ে পেঁচিয়ে নিন চুল। আধা ঘণ্টা পর শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন। ভঙ্গুর চুলের জন্য খুবই কার্যকর এটি।

সালফেট মুক্ত শ্যাম্পু ব্যবহার:-
প্রায় সব শ্যাম্পুতেই সালফেটের উপস্থিতি থাকে। সালফেট হলো ডিটারজেন্ট তৈরীর প্রধান একটি উপাদান যা প্রচুর ফেনা তৈরী করে। সালফেট শ্যাম্পু করার সময় প্রচুর ফেনা তৈরী করে। কিন্তু সালফেট চুলের কিউটিকলের আদ্রর্তা কেড়ে নেয়। ফলে চুল হয়ে ওঠে রুক্ষ ও নিষ্প্রাণ। ফলে চুলের আগা ফাটা শুরু হয়। তাই শ্যাম্পু কেনার সময় দেখে নিন শ্যাম্পুতে সালফেট আছে কিনা। হারবাল শ্যাম্পু গুলোতে সাধারনত সালফেট থাকে না কিংবা কম পরিমাণে থাকে। তাই চুল ধোয়ার জন্য হারবাল শ্যাম্পু বেছে নিতে পারেন।

কন্ডিশনার ব্যবহার করুন:-
অনেকেই ভাবেন আলাদা ভাবে কন্ডিশনার ব্যবহার করার কোনো প্রয়োজনই নেই। শুধু মাত্র শ্যাম্পু করলেই চলে এবং কন্ডিশনার ব্যবহার একটি বাড়তি খরচ ভেবে বেশিরভাগ মানুষই কন্ডিশনার ব্যবহার করেন না। কিন্তু শীত কালে প্রকৃতি শুষ্ক হয়ে যায়। তাই চুলের জন্য প্রয়োজন কন্ডিশনারের। কন্ডিশনার চুলকে কোমল রাখে এবং চুলের আগা ফাটা রোধ করে।

সতর্কতাঃ-
গোসল করে এসে ভেজা চুল আঁচড়ানোর অভ্যাস আছে? তাহলে আজই ত্যাগ করুন এই অভ্যাস। কারণ গোসল করে এসে ভেজা চুল আঁচড়ালে চুলের আগা ফাটার প্রবণতা বাড়ে। ভেজা অবস্থায় চুলে জট লেগে থাকে এবং চুল নরম হয়ে থাকে। ফলে চিরুনি দিয়ে জট ছাড়ানোর চেষ্টা করতে গেলেই চুল ছিড়ে যায় এবং আগা ফেটে যায়।





Loading...


প্রকাশকঃ মোঃ আশ্রাফুর রহমান রাসেল
সম্পাদকঃ জাবেদ রহিম বিজন
চেয়ারম্যান : আলহাজ্ব নুরুজ্জামান
ঠিকানা : ৬০৩ ফুলবাড়িয়া, ব্রাহ্মণবাড়িয়া।
email : [email protected] (news)
Phone: +880851 62307
+8801963094563


close