g কারাগারের পথে মীর কাসেমের রায় | AmaderBrahmanbaria.Com – আমাদের ব্রাহ্মণবাড়িয়া

শুক্রবার, ৬ই অক্টোবর, ২০১৭ ইং ২১শে আশ্বিন, ১৪২৪ বঙ্গাব্দ

কারাগারের পথে মীর কাসেমের রায়

AmaderBrahmanbaria.COM
আগস্ট ৩০, ২০১৬

---

 
নিজস্ব প্রতিবেদক : মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত জামায়াত নেতা মীর কাসেম আলীর রিভিউয়ের পূর্ণাঙ্গ রায় ট্রাইব্যুনাল থেকে কারাগারে পাঠানো হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রেজিস্ট্রার শহিদুল আলম ঝিনুক বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে মঙ্গলবার সকালে প্রধান বিচারপতি এস কে সিনহার নেতত্বে আপিল বেঞ্চ রিভিউ আবেদন খারিজ করে রায় প্রকাশ করেন।

kasem_49005

বেঞ্চের অন্য সদস্যরা হলেন, বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন, বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী, বিচারপতি মির্জা হোসেইন হায়দার ও বিচারপতি মোহাম্মদ বজলুর রহমান। বিকেল ৫টা ১ মিনিটে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহাসহ আপিল বিভাগের অপর চার বিচারপতির সাক্ষরের পর এ রায় প্রকাশ করা হয়। রায়টি বিশেষ বার্তাবাহকের মাধ্যমে ট্রাইব্যুনালে আসে। ট্রাইব্যুনালের সাক্ষরের পর আনুষ্ঠানিকতা শেষে আদেশ লাল সালুতে মুড়িয়ে কারাগারে পাঠানো হয়। একই সঙ্গে জেলা ম্যাজিস্ট্রেট ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে রায়ের কপি পাঠানো হয়েছে।

এ জাতীয় আরও খবর