g ‘প্রয়োজনে মাটি খুঁড়ে জঙ্গিদের বের করা হবে’ | AmaderBrahmanbaria.Com – আমাদের ব্রাহ্মণবাড়িয়া

রবিবার, ৬ই আগস্ট, ২০১৭ ইং ২২শে শ্রাবণ, ১৪২৪ বঙ্গাব্দ

‘প্রয়োজনে মাটি খুঁড়ে জঙ্গিদের বের করা হবে’

AmaderBrahmanbaria.COM
সেপ্টেম্বর ২৪, ২০১৬

---

নিজস্ব প্রতিবেদক :জঙ্গিবাদকে বিজাতীয় সংস্কৃতির অংশ হিসেবে উল্লেখ করেছেন র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) মহাপরিচালক বেনজীর আহমেদ। তিনি বলেছেন, বাংলাদেশের মাটিতে জঙ্গিবাদী কর্মকাণ্ড বাস্তবায়ন করতে দেয়া হবে না।প্রয়োজনে ইঞ্চি-ইঞ্চি মাটি খুঁড়ে তাদের খুঁজে বের করা হবে।


শনিবার রাজধানীর তেজগাঁওয়ে সাউথ ইস্ট বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শিক্ষার্থীদের ‘ফ্রেশার্স রিসিপশন অ্যান্ড ওরিয়েন্টেশন প্রোগ্রামে’ প্রধান অতিথির বক্তৃতায় র‍্যাবের মহাপরিচালক এ কথা বলেন।

বেনজির বলেন, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতায় জঙ্গিদের সাংগঠনিক অবস্থা এখন নাজুক হয়ে পড়েছে। বর্তমানে তাদের বড় ধরনের আক্রমণ করার সক্ষমতাও নেই।

সাউথ ইস্ট বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এএফএম মফিজুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে উপউপাচার্য অধ্যাপক হুমায়ুন কবীর চৌধুরী এবং রেজিস্ট্রারসহ বিভিন্ন অনুষদের ডিনরা বক্তব্য দেন।

র‍্যাবের মহাপরিচালক বলেন, এ দেশ আমার, আপনার, সবার। তাই গুটিকয়েক জঙ্গি দেশটাকে ধ্বংস করে দিতে পারবে না। প্রয়োজনে ইঞ্চি-ইঞ্চি মাটি খুঁড়ে তাদের খুঁজে বের করা হবে।

তিনি বলেন, এ দেশে রাজাকারদের যেমন প্রয়োজন নেই, তেমনি জঙ্গিদেরও প্রয়োজন নেই। জঙ্গিদের মানুষ ঘৃণা করে। জঙ্গি হওয়ার কারণে বাবা-মা তাদের আদরের সন্তানদের লাশ পর্যন্ত গ্রহণ করেনি।

এ জাতীয় আরও খবর

  • শুরু হয়েছে মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের কাজ(ভিডিও)শুরু হয়েছে মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের কাজ(ভিডিও)
  • সংসদ চত্বরেই থাকছে জিয়ার কবরসংসদ চত্বরেই থাকছে জিয়ার কবর
  • প্রাণভিক্ষার সিদ্ধান্ত জানার অপেক্ষায়প্রাণভিক্ষার সিদ্ধান্ত জানার অপেক্ষায়
  • আফগানদের গুঁড়িয়ে সিরিজ বাংলাদেশেরআফগানদের গুঁড়িয়ে সিরিজ বাংলাদেশের
  • নিউইয়র্কে প্রধানমন্ত্রীনিউইয়র্কে প্রধানমন্ত্রী
  • বান্দরবানে ট্রাক খাদে পড়ে ‘নিহত ৭ ’বান্দরবানে ট্রাক খাদে পড়ে ‘নিহত ৭ ’
  • পাকিস্তানিদের বিরুদ্ধে প্রথম প্রতিরোধ গড়ে বিজিবিপাকিস্তানিদের বিরুদ্ধে প্রথম প্রতিরোধ গড়ে বিজিবি
  • জামায়াত করতে পারবে না পৌর ও ইউপি নির্বাচনজামায়াত করতে পারবে না পৌর ও ইউপি নির্বাচন
  • গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ৫ : সবাইকে সতর্কবার্তাগ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ৫ : সবাইকে সতর্কবার্তা
  • ভোর হলেই ঈদ, প্রস্তুত সারাদেশভোর হলেই ঈদ, প্রস্তুত সারাদেশ
  • শনিবার থেকে রেলের অগ্রিম টিকেটশনিবার থেকে রেলের অগ্রিম টিকেট
  • প্রধানমন্ত্রীর নামেও টুঙ্গীপাড়ায় পশু কোরবানী দেওয়া হবেপ্রধানমন্ত্রীর নামেও টুঙ্গীপাড়ায় পশু কোরবানী দেওয়া হবে