শুক্রবার, ১৯শে জানুয়ারি, ২০১৮ ইং ৬ই মাঘ, ১৪২৪ বঙ্গাব্দ

কাতারে আফগান সরকারের সঙ্গে গোপন বৈঠকের খবর প্রত্যাখ্যান তালেবানের

AmaderBrahmanbaria.COM
অক্টোবর ২০, ২০১৬

 

আন্তর্জাতিক ডেস্ক :কাতারের দোহায় আফগান সরকারের প্রতিনিধিদের সঙ্গে শান্তি আলোচনা শুরু হওয়ার খবরটি অস্বীকার করেছে তালেবান। মঙ্গলবার আফগান সরকার ও তালেবান সূত্রের বরাত দিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম তাদের দুই পক্ষের মধ্যে গোপন আলোচনা চলার খবরটি ফাঁস করেছিল।

7dc08e172b32367b6f30ef9bd8f2e1ab-5807300d9938f
মঙ্গলবার (১৮ অক্টোবর) গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়,সেপ্টেম্বর ও অক্টোবরে দুই দফায় আফগান সরকার ও তালেবানের প্রতিনিধিদের বৈঠক হয়েছে। বৈঠকগুলোতে উপস্থিত হওয়াদের মধ্যে সাবেক তালেবান নেতা মোল্লা ওমরের ভাই মোল্লা আব্দুল মান্নান আখন্দও ছিলেন। এক ড্রোন হামলায় তালেবান নেতা মোল্লা আখতার মনসুর নিহত হওয়াকে কেন্দ্র করে শান্তি আলোচনা ভণ্ডুল হওয়ার পর দুই পক্ষের মধ্যে এটাই প্রথম আলোচনা। তালেবানের এক সূত্রকে উদ্ধৃত করে গার্ডিয়ান জানিয়েছে,কাতারের দোহায় হওয়া ওই আলোচনায় শিগগিরই মোল্লা ওমরের ছেলে মোহাম্মদ ইয়াকুব-এর যোগদানের কথা রয়েছে বলে জানানো হয়। ওই বৈঠকে আফগানিস্তানের গোয়েন্দা প্রধান মোহাম্মদ মাসুম স্তানেকজাই-এর সঙ্গে মোল্লা আব্দুল মান্নান আখন্দ মুখোমুখি হন বলেও দাবি করে গার্ডিয়ান।
তবে বুধবার এক বিবৃতিতে তালেবান মুখপাত্র জাবিহউল্লাহ মুজাহিদ এ ধরনের কোনও বৈঠক হওয়ার খবর নাকচ করে দিয়েছেন। বুধবার পাকিস্তানি সংবাদমাধ্যম ডন খবরটি নিশ্চিত করেছে। বিবৃতিতে মুজাহিদ বলেন, ‘ইসলামিক আমিরাতের (তালেবানের) কোনও প্রতিনিধি স্তানেকজাই কিংবা অন্য কোনও কর্মকর্তার সঙ্গে দেখা করেননি। আলোচনার ব্যাপারে আমাদের অবস্থানের কোনও বদল হয়নি। আমাদের এ ব্যাপারে নীতিমালা খুব পরিষ্কার।’
তালেবান সূত্রকে উদ্ধৃত করে গার্ডিয়ানের প্রতিবেদনে আরও বলা হয়েছিল, সেপ্টেম্বরের শুরুর দিকে অনুষ্ঠিত প্রথম বৈঠকটি ইতিবাচক ও জটিলতামুক্ত পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।

আর সরকারি বাহিনীর সঙ্গে তালেবানের বিরামহীন সংঘর্ষের মধ্যেই অক্টোবরের শুরুর দিকে দুই পক্ষের মধ্যে দ্বিতীয় বৈঠকটি হয়। স্তানেকজাই সম্প্রতি দোহায় অন্তত একটি সফর করেছেন বলে আফগানিস্তানের সরকারি কর্মকর্তারা নিশ্চিত করলেও আশরাফ ঘানির মুখপাত্র এবং শান্তি আলোচনার সঙ্গে সংশ্লিষ্ট এক আফগান কর্মকর্তা এ ধরনের বৈঠক সম্পর্কে জানার খবরটি তখনই অস্বীকার করেন বলে জানিয়েছিল গার্ডিয়ান।

তালেবানের নেতৃত্ব পরিষদ কোয়েটা শুরার এক সদস্য জানিয়েছেন, সেপ্টেম্বর ও অক্টোবরে হওয়া দুই দফার আলোচনায় কোনও পাকিস্তানি কর্মকর্তার উপস্থিতি ছিল না। তবে কাতারের বৈঠকগুলোতে যুক্তরাষ্ট্রের এক কূটনীতিক উপস্থিত ছিলেন বলে দাবি করেছে তালেবান। অবশ্য, এ দাবির ব্যাপারে আফগানিস্তানের মার্কিন দূতাবাস কোনও মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে বলে তখনই জানিয়েছিল গার্ডিয়ান।

এ জাতীয় আরও খবর

  • স্বামীর আত্মহত্যা স্ত্রীর গায়ে আগুন দিয়ে স্বামীর আত্মহত্যা স্ত্রীর গায়ে আগুন দিয়ে 
  • আজ পর্যন্ত কোন সরকারই হিন্দু সম্প্রদায়ের জীবন রক্ষার চেষ্টা করেনি আজ পর্যন্ত কোন সরকারই হিন্দু সম্প্রদায়ের জীবন রক্ষার চেষ্টা করেনি
  • অপছন্দের ফুলের বিস্ময়কর ঘটনাঅপছন্দের ফুলের বিস্ময়কর ঘটনা
  • দুবাইয়ে পারফরমেন্স করবেন জেনিফার লোপেজদুবাইয়ে পারফরমেন্স করবেন জেনিফার লোপেজ
  • গরমে শরীরের দুর্গন্ধ দূর করবেন কীভাবে?গরমে শরীরের দুর্গন্ধ দূর করবেন কীভাবে?
  • ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসকের কার্যালয় ঘেরাওব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসকের কার্যালয় ঘেরাও
  • দুর্যোগ ব্যবস্থাপনা ও জলবায়ু পরিবর্তনে করনীয় শীর্ষক কর্মশালাদুর্যোগ ব্যবস্থাপনা ও জলবায়ু পরিবর্তনে করনীয় শীর্ষক কর্মশালা
  • নবীনগরে সমকামীতায় রাজি না হওয়াই নিজ হাতে বন্বুকে খুন করেন বলেন ঘাতকের আদালতে স্বীকারোক্তিনবীনগরে সমকামীতায় রাজি না হওয়াই নিজ হাতে বন্বুকে খুন করেন বলেন ঘাতকের আদালতে স্বীকারোক্তি
  • জঙ্গি খালিদ মাসুদকে নিয়ে মেয়ে টিগানের বিস্ফোরক বক্তব্যজঙ্গি খালিদ মাসুদকে নিয়ে মেয়ে টিগানের বিস্ফোরক বক্তব্য
  • এবার টুইটারে প্রিয়াঙ্কার নতুন রেকর্ডএবার টুইটারে প্রিয়াঙ্কার নতুন রেকর্ড
  • মিটিংয়ে ঘুম, তাই কর্মকর্তাকে মেরেই ফেললেন কিম!মিটিংয়ে ঘুম, তাই কর্মকর্তাকে মেরেই ফেললেন কিম!
  • নেইমার এবার শুধু গোল করালেননেইমার এবার শুধু গোল করালেন