৩১শে অক্টোবর, ২০১৬ ইং, সোমবার ১৬ই কার্তিক, ১৪২৩ বঙ্গাব্দ
  • প্রচ্ছদ » slider 5 » দিল্লি থেকে পাক দূতাবাসকর্মী বহিষ্কৃত


দিল্লি থেকে পাক দূতাবাসকর্মী বহিষ্কৃত


Amaderbrahmanbaria.com : - ২৭.১০.২০১৬

 

আন্তর্জাতিক ডেস্ক :নয়াদিল্লীতে নিযুক্ত পাকিস্তানি হাইকমিশনার আবদুল বাসিতকে বৃহস্পতিবার তলব করে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়

গুপ্তচরবৃত্তির দায়ে নয়াদিল্লির পাকিস্তান হাই কমিশনের এক কর্মকর্তাকে ভারত থেকে বহিষ্কার এবং দু’ ভারতীয় নাগরিককে গ্রেফতার করেছে দিল্লি পুলিশ।পুলিশ জানায়, মেহমুদ আখতার নামে ওই কর্মকর্তাকে অল্প সময়ের জন্য গ্রেফতার করা হলেও কূটনৈতিক অনাক্রম্যতার কারণে তাকে ছেড়ে দিয়ে দেশত্যাগ করতে বলা হয়।

দিল্লি পুলিশের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, পাকিস্তানী গোয়েন্দা সংস্থা আইএসআইকে তথ্যদাতা দু’ ভারতীয় এবং পাকিস্তান হাই কমিশনের ওই কর্মকর্তা গত দেড় বছর ধরে এ কাজ চালিয়ে আসছে। আর গত ছয় মাস যাবত আমরা তাদের ওপর নজর রাখছিলাম। অবশেষে সম্প্রতি দিল্লি চিড়িয়াখানার কাছে এক ভারতীয় নাগরিকের কাছ থেকে স্পর্শকাতর ডক্যুমেন্ট কেনার সময় তাদের গ্রেফতার করা হয়।

দিল্লি পুলিশ জানায়, মেহমুদ আখতার গত তিন বছর ধরে নয়াদিল্লির পাকিস্তান হাই কমিশনের ভিসা বিভাগে কাজ করছেন। এর আগে তিনি পাকিস্তান সেনাবাহিনীর বেলুচ রেজিমেন্টে হাবিলদার হিসেবে কর্মরত ছিলেন। সেখান থেকেই আইএসআই তাকে রিক্রুট করে।

দিল্লি পুলিশ আরো জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে মেহমুদ আখতার নিজেকে ভারতীয় নাগরিক বলে দাবি করেন এবং একটি ভুয়া আধার কার্ডও দেখান।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বৃহস্পতিবার পাকিস্তানের হাই কমিশনার আবদুল বাসিতকে তলব করে। এসময় তাকে জানিয়ে দেয়া হয়, মেহমুদ আখতারকে ভারত অবাঞ্ছিত ঘোষণা করেছে (অর্থাৎ তাকে ভারত ছাড়তে হবে)।





Loading...


প্রকাশকঃ মোঃ আশ্রাফুর রহমান রাসেল
সম্পাদক : বিশ্বজিত পাল বাবু
চেয়ারম্যান : আলহাজ্ব নুরুজ্জামান
ঠিকানা : ৬০৩ ফুলবাড়িয়া, ব্রাহ্মণবাড়িয়া।
email : [email protected] (news)
Phone: +880851 62307
+8801963094563


close