বৃহস্পতিবার, ২১শে জুন, ২০১৮ ইং ৭ই আষাঢ়, ১৪২৫ বঙ্গাব্দ

জরিপে হিলারিকে প্রথমবারের মতো টপকেছেন ট্রাম্প!

trump-ahead-hilary-550x413-1মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন উপলক্ষ্যে জাতীয়ভাবে জনমত জরিপে মে মাসের পর এই প্রথমবারের মতো হিলারির চেয়ে এক পয়েন্টে এগিয়ে গেলেন ট্রাম্প। মার্কিন সংবাদসংস্থা এবিসি নিউজ এই জরিপটি পরিচালনা করেছে। এবিসি’র মতে, নির্বাচনের মাত্র এক সপ্তাহ আগে এই পরিবর্তন খুবই লক্ষণীয় ব্যাপার।
এবিসি নিউজ ও ওয়াশিংটন পোস্ট পরিচালিত পূর্বের জরিপটিতে মাত্র দুই পয়েন্ট পিছিয়ে ছিলেন ট্রাম্প। যদিও জাতীয়ভাবে পরিচালিত প্রায় সবগুলো জরিপেই ট্রাম্পের চেয়ে পরিষ্কার ব্যাবধানে এগিয়েছিলেন হিলারি। এবার সমন্বিত ফলাফলে ক্লিনটন ট্রাম্পের চেয়ে ০.৪ শতাংশ ব্যবধানে পিছিয়ে পড়েছে।
হিলারির ই-মেইল কেলেঙ্কারির ঘটনায় এফবিআইয়ের নতুন করে তদন্ত শুরু করার পর থেকে হিলারির সমর্থন কমেছে বলে মনে করে সংস্থাটি।
তবে এর আগেও ২০১২ সালে বারাক ওবামার চেয়ে মিট রমনি এক পয়েন্টে এগিয়ে ছিলেন এবং ২০০৪-এ ও জন কেরি জর্জ বুশের চেয়ে ১ পয়েন্টে এগিয়ে ছিলেন বলে এবিসি উল্লেখ করে।
দ্য ইন্ডিপেনডেন্ট

Print Friendly, PDF & Email