৮ই নভেম্বর, ২০১৬ ইং, মঙ্গলবার ২৪শে কার্তিক, ১৪২৩ বঙ্গাব্দ
  • প্রচ্ছদ » slider 2 » বিমানবন্দরে ছুরিকাঘাতে নিরাপত্তারক্ষী নিহত, আহত ৩, যুবক আটক


বিমানবন্দরে ছুরিকাঘাতে নিরাপত্তারক্ষী নিহত, আহত ৩, যুবক আটক


Amaderbrahmanbaria.com : - ০৬.১১.২০১৬

নিজস্ব প্রতিবেদক : হজরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরের তিন নম্বর বহির্গমন লাউঞ্জে এক যুবকের ছুরিকাঘাতে আহত আনসার সদস্য সোহাগ আলী মারা গেছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিন নিরাপত্তাকর্মী। বিমানবন্দরের নিরাপত্তার দায়িত্বে থাকা আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) ওই যুবককে আহত অবস্থায় আটক করেছে।

আনসার সদর দপ্তরের কর্মকর্তা জিয়াউর রহমান জানান, সোহাগ আলী চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। বাকিদের রাজধানীর কুর্মিটোলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিমানবন্দরের এপিবিএনের একটি সূত্র জানায়, রবিবার সন্ধ্যা সাড়ে ৬টার পরে বিমানবন্দরের পরিচ্ছন্নতার দায়িত্বে থাকা এ কে ট্রেডার্সের এক কর্মী ছুরি নিয়ে বহির্গমন লাউঞ্জের তিন নম্বর গেট দিয়ে প্রবেশের চেষ্টা করেন। এ সময় আনসার সদস্যরা তাকে বাধা দিলে তিনি ছুরি দিয়ে এলোপাতাড়ি আঘাত করেন। এতে আনসারের দুই সদস্য ও আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) দুই সদস্য আহত হন। কুর্মিটোলা হাসপাতালে নিলে সোহাগ আলীকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ওই যুবকের নাম-পরিচয় এখনও জানা যায়নি। আহত অবস্থায় আটক করে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরে আজম মিয়া এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন. আনসারের গুলিতে ওই যুবক আহত হয়েছেন। তাকে আমরা জিজ্ঞাসাবাদ করছি।





Loading...


প্রকাশকঃ মোঃ আশ্রাফুর রহমান রাসেল
সম্পাদক : বিশ্বজিত পাল বাবু
চেয়ারম্যান : আলহাজ্ব নুরুজ্জামান
ঠিকানা : ৬০৩ ফুলবাড়িয়া, ব্রাহ্মণবাড়িয়া।
email : [email protected] (news)
Phone: +880851 62307
+8801963094563


close