বুধবার, ১৪ই জুন, ২০১৭ ইং ৩১শে জ্যৈষ্ঠ, ১৪২৪ বঙ্গাব্দ

ব্রাহ্মনবাড়িয়া এলাকার অরক্ষিত রেলওয়ে লেভেল ক্রসিং 

AmaderBrahmanbaria.COM
জানুয়ারি ২৪, ২০১৭
news-image

---

বিশেষ প্রতিনিধি : ঢাকা-চট্রগ্রাম,সিলেট রেল পথের ব্রাহ্মণবাড়িয়া এলাকায় ঝুকিপূর্ন রেলওয়ে লেভেল ক্রসিং দিয়ে যানবাহন ও মানুষকে চলাচল করতে হচ্ছে।আশুগঞ্জ থেকে কসবা পর্যন্ত রেলের লেভেল ক্রসিং অরক্ষিত ও কর্তব্যরত গেইটম্যানদের দায়িত্ব অবহেলায় যেকোন সময় ঘটতে পারে ভয়াবহ দূর্ঘটনা।আর এতে ঝরে পরতে পারে মূল্যবান প্রান ও সম্পদেরও ব্যাপক ক্ষয়ক্ষতি হতে পারে।

ঢাকা-চট্রগ্রাম ও সিলেট রেলপথের ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ থেকে কসবা এবং আখাউড়া থেকে আজমপুর পর্যন্ত রেল পথে লেভেলক্রসিং এ কর্তব্যরতদের দায়িত্ব পালনে অবহেলা আর অরক্ষিত থাকায় মরন ফঁদে পরিনত হয়েছে। এ রেল পথে বৈধ অবৈধ অন্তত ৩১ টি লেভেলক্রসিং।১০টি বৈধ লেভেল ক্রসিংয়ের এ ক্যাটাগরির গেইটে ৩জন আর বি শ্রেনীর গেইটে ২জন গেইটম্যান পালা করে দায়িত্ব পালন করে থাকে। সি ক্যাটাগরির গেইটে কোন গেইটম্যানই নিয়োগ দেয়নি কতৃপক্ষ।অবৈধ ২১টি লেভেল ক্রসিংয়ের মধ্যে ১০টিতে বক্স ও গেইট নির্মানের কাজ চলছে বলে জনায় রেল বিভাগ।ব্রাহ্মণবাড়িয়া শহরের রেল স্টেশনের সন্নিকটে বি ক্যাটাগরির পুনিয়াউট রেল গেইটটিতে ২জন গেইটম্যান নিয়োজিত থাকলেও কেউ দায়িত্ব পালন না করার অভিযোগ রয়েছে। ট্রেন চলাচলের সময় দিনরাতই গেইটটি খোলা ও অরক্ষিত থাকে আর গেইটম্যানের অবস্থানের বক্সটিও তালা বদ্ধই থাকে।এই লেভেল ক্রসিং দিয়ে যাতায়তকারী মানুষের অভিযোগ ট্রেন চলাচলের সময় কখনো গেইট বদ্ধ না করায় যে কোন মুহুর্তে ঘটতে পারে ভয়াবহ দূর্ঘটনা।প্রতিনিয়ত জীবনের ঝুকি নিয়েই চলাচল করতে হচ্ছে এলাকাবাসী ও যানবাহনকে।আবার শহরের গুরুত্বপূর্ন কলেজ গেইট ও পৈরতলা বাইপাস রেল গেইটে দায়িত্ব পালন করতে গিয়েও নানাভাবে হয়রানী ও হুমকীর শিকার দায়িত্বরত গেইটম্যনরা । তবে তাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে রাতে ঘুমিয়ে থাকা,ট্রেন চলাচলের সময় দায়িত্ব পালনে অবহেলা এবং অনেক লেভেল ক্রসিংয়ে গেইট ও গেইটম্যান থাকলেও সিগন্যাল ব্যবস্থা না থাকায় অনুমান নির্ভর করে দায়িত্ব পালন করেতে হচ্ছে তাদের।প্রতিদিন এ পথে অন্তত অর্ধ শতাধিক ট্রেন যাতায়ত করে থাকে। অবৈধ লেভেল ক্রসিংয়ে গেইট ও গেইটম্যান না থাকায় প্রায়ই ঘটছে দূর্ঘটনা। গেইটম্যানরা ঠিকভাবে দায়িত্ব পালন না করায় যে কোন সময় ভয়াবহ দূর্ঘটনা ঘটতে পারে বলে অভিযোগ স্থানীয়দের,
লেভেল ক্রসিংয়ের এমন অবস্থায় সংশ্লিষ্টদের প্রয়োজনীয় উদ্যোগ নেয়ার কথা জানিয়েছে এলাকাবাসী।
ব্যাস্ততম লেভেল ক্রসিংয়ে ট্রাফিক ব্যবস্থা জোরদার,রাতে গেইটে লাইট লাগানো সহ নানা সমস্যার মধ্য দিয়েই দায়িত্ব পালন করতে হচ্ছে বলে জানান কর্তব্যরত গেইটম্যানরা। এই ব্যাপারে ব্রাহ্মণবাড়িয়া স্টেশন মাস্টার সোয়েব আহম্মেদ এরসাথে কথা বললে তিনি জানান
যারা দায়িত্ব পালনে অবহেলা করবে তাদের বিরুদ্ধে অভিযোগ পাওয়া গেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে জানান।

 

এ জাতীয় আরও খবর