বৃহস্পতিবার, ৫ই জুলাই, ২০১৮ ইং ২১শে আষাঢ়, ১৪২৫ বঙ্গাব্দ

দুই সাপের খুনোখুনি লড়াই (ভিডিও)

অনলাইন ডেস্ক : লালপেটওয়ালা কুচকুচে কালো সাপটা লড়ছিল দুনিয়ার ভয়াবহতম বিষাক্ত একটি সাপের সঙ্গে। এডার জাতীয় বিষাক্ত সাপটি ছিল কালোটির চেয়ে আকারে ছোট।

দক্ষিণ অস্ট্রেলিয়ার মাইপোংগা এলাকার গভীর জঙ্গলে গত শনিবার এ ঘটনা ঘটে যার ভিডিও দৃশ্য ইউটিউবসহ অন্যান্য সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে পড়েছে। ঘটনাস্থলে থাকা এক ব্যক্তি সাপের ভয়াবহ লড়াইয়ের কিছু মুহূর্ত ভিডিওবন্দি করেন।

তিনি জানান, লালপেটওয়ালা বড় সাপটা ধাওয়া করে বাদামি রংয়ের বিষধর ছোট সাপটিকে আক্রমণ করে।

ভিডিও আপলোডকারী সিন শ জানান, মূল লড়াই দুই মিনিট স্থায়ী হলেও বাদামি সাপটিকে গিলতে কালোটির আধাঘণ্টার মতো সময় লেগে যায়। প্রতিপক্ষকে উদরস্থ করার পর কালোটির অবস্থাও হয় মরো মরো প্রায়।

হামলাকারীর করাল গ্রাস থেকে প্রাণ বাঁচাতে আক্রান্ত ছোটটি বড়টির শরীরে উপর্যুপরি কামড় বসাতে থাকে। কিন্তু তার সবই বিফলে যায়। শেষ পর্যায়ে দেখা যায় কালো সাপটি বাদামি সাপটিকে গিলে খাচ্ছে।

সর্প বিশেষজ্ঞ ক্রিস পেভারডি মেইল অস্ট্রেলিয়াকে বলেন, বাদামি সাপগুলোর বিষ মানুষের জন্য মারাত্মক হলেও কালো সাপটির তাতে কিছুই হয়নি। এর অর্থ এর শরীরে ওই বিষ প্রতিরোধী উপাদান আছে।

Print Friendly, PDF & Email