g মাদক ব্যবসা নিয়ে বিরোধ দুই পক্ষের সংঘর্ষে আহত ২০ | AmaderBrahmanbaria.Com – আমাদের ব্রাহ্মণবাড়িয়া

শুক্রবার, ২১শে জুলাই, ২০১৭ ইং ৬ই শ্রাবণ, ১৪২৪ বঙ্গাব্দ

মাদক ব্যবসা নিয়ে বিরোধ দুই পক্ষের সংঘর্ষে আহত ২০

AmaderBrahmanbaria.COM
ফেব্রুয়ারি ১৭, ২০১৭

---

সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি : সরাইল বিশ্বরোড এলাকায় মাদক ব্যবসার বিরোধ নিয়ে দুই পক্ষের সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছে। শুক্রবার বেলা ১১ টার দিকে সরাইল উপজেলা সদরের কুট্টাপাড়া ও সদর উপজেলার বুধল ইউনিয়নের বেতবাড়িয়া গ্রামের লোকজনের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
পুলিশ ও গ্রামবাসী সূত্র জানায়, সরাইল বিশ্বরোড মোড় এলাকায় কুট্টাপাড়া গ্রামের মোরশেদ মিয়া (৩৫) ও বেতবাড়িয়া গ্রামের বাবুল মিয়া (৩৫) দীর্ঘ দিন ধরে একসাথে মাদক ব্যবসা করে আসছে। মাস খানেক আগে মাদক ব্যবসা নিয়ে উভয়ের মধ্যে বিরোধ দেখা দেয়। শুক্রবার সকাল সাড়ে ১০ টার দিকে বাবুলের স্ত্রী আসমা বেগম (৩০) বিশ্বরোড মোড় এলাকায় মাদক বিক্রি করতে গেলে মোরশেদ মিয়ার লোকজন বাঁধা দেন। এর জের ধরে বেলা ১১ টার দিকে উভয় পক্ষের লোকজন বিশ্বরোড মোড় এলাকায় ফসলি জমিতে দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। উভয় পক্ষের মধ্যে চলে ধাওয়া পাল্টা ধাওয়া।

সংঘর্ষ থামাতে ব্রাহ্মণবাড়িয়া সদর ও সরাইল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাঠিপেটা করে। পৌনে এক ঘন্টা পর পরিস্থিতি নিয়স্ত্রনে আনতে সক্ষম হন। সংঘর্ষে আহত বাবুল মিয়া মিয়া, রফিক মিয়া (৩২),ইউসুফ মিয়া (২৮),রশিদ মিয়া (৩২), কালু মিয়া (৩৫), আরমান মিয়া (২২),আবু তাহের (৩০),মহসিন মিয়া (২৮),মাসুদ মিয়া (৩০) ও লোদন মিেিক (২৬) স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে। সদর মডেল থানার ভারপ্রার্প্ত কর্মকর্তা (ওসি) মঈনুর রহমান সংঘর্ষের ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনার সাথে জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

এ জাতীয় আরও খবর