বৃহস্পতিবার, ১৩ই জুলাই, ২০১৭ ইং ২৯শে আষাঢ়, ১৪২৪ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়া সদর ও বিজয়নগর দুটি খাদ্য গুদামের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন-মোকতাদির চৌধুরী এমপি

AmaderBrahmanbaria.COM
মার্চ ২০, ২০১৭

---

নিজস্ব প্রতিবেদক ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার শিমরাইলকান্দিতে এবং বিজয়নগর উপজেলার চান্দুরায় দুটি খাদ্য গুদামের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন বাংলাদেশ আওয়ামীলীগের কার্য নির্বাহী কমিটির সদস্য, বিশিষ্ট মুক্তিযোদ্ধা, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি ও জেলা আওয়ামীলীগের সভাপতি র. আ. ম. উবায়দুল মোকতাদির চৌধুরী এম. পি। গতকাল রোববার বিকালে তিনি পৌর এলাকার শিমরাইলকান্দিতে ৫০০ মেট্রিক টন ধারন ক্ষমতা সম্পন্ন একটি খাদ্য গুদামের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। ভিত্তি প্রস্তর স্থাপনকালে জেলা প্রশাসক রেজওয়ানুর রহমান, জেলা খাদ্য নিয়ন্ত্রক সাজ্জাদ হোসেন, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আল-মামুন সরকার, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি হেলাল উদ্দিন, সদর উপজেলা চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর আলম, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ মহসিন, মহিলা ভাইস চেয়ারম্যান অ্যাডঃ তাসলিমা সুলতানা খানম নিশাত, সদর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কাউছার সজীব, সংরক্ষন ও চলাচল কর্মকর্তা মঈনুল হোসেন প্রমুখ। ভিত্তিপ্রস্তর স্থাপনকালে মোকতাদির চৌধুরী বলেন, আমি যতদিন বেঁচে থাকব ততদিন আপনাদের সেবা করে যাব। তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার খাদ্য, বিদুৎ ও জনবান্ধব সরকার। খাদ্য গুদামটি নির্মিত হলে এলাকার কৃষকরা সুবিধা পাবেন।

জেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয় সূত্রে জানা গেছে, প্রায় ১ কোটি ৩০ লাখ টাকা ব্যয়ে গুদামটি নির্মান কাজ বাস্তবায়িত হচ্ছে। এর নির্মান কাজ বাস্তবায়ন করবেন ঠিকাদারী প্রতিষ্ঠান মেসার্স মোস্তফা কামাল। এর আগে সকালে মোকতাদির চৌধুরী এমপি বিজয়নগর উপজেলার চান্দুরায় ১০০০ মেট্রিক টন ধারন ক্ষমতা সম্পন্ন একটি খাদ্য গুদামের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন

 

এ জাতীয় আরও খবর