g এভাবে বরখাস্তের নজির নেই : এরশাদ | AmaderBrahmanbaria.Com – আমাদের ব্রাহ্মণবাড়িয়া

শনিবার, ১৫ই জুলাই, ২০১৭ ইং ৩১শে আষাঢ়, ১৪২৪ বঙ্গাব্দ

এভাবে বরখাস্তের নজির নেই : এরশাদ

AmaderBrahmanbaria.COM
এপ্রিল ৪, ২০১৭

---

নিজস্ব প্রতিবেদক : জনপ্রতিনিধিদের বরখাস্তের ঘটনায় সরকারের সমালোচনা করে জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, একসঙ্গে তিন মেয়র বরখাস্ত! এটা কেমন কথা। এরা জনপ্রতিনিধি। বিশ্বের কোথাও এভাবে জনপ্রতিনিধি বরখাস্ত করার নজির নেই।

জাপা চেয়ারম্যানের বনানী কার্যালয়ে মঙ্গলবার দুপুরে এক যোগদান অনুষ্ঠানে প্রাক্তন রাষ্ট্রপতি এ কথা বলেন।

এ সময় তিনি বলেন, দেশে শান্তি নেই, জানমালের নিরাপত্তা নেই। প্রতিদিন ৭ থেকে ৮ জন মানুষ অস্বাভাবিকভাবে মারা যাচ্ছে। সন্ত্রাসীরা মানুষ মারছে, আবার সন্ত্রাসীরাও মরছে। অনেক সময় তাদের পরিচয়ও আমরা জানি না।

জাপার শাসনামলের কথা তুলে ধরে এরশাদ বলেন, আমার আমলে এমন কোনো ঘটনা ঘটেনি। মানুষ শান্তিতে ছিল, ভালোবেসে বন্যার সময়ও বুক পানিতে নেমে তাদের বিপদে ছুটে গেছি, খাবার দিয়েছি। তাই মানুষ আমাকে এখনো স্মরণ করে, ভালোবাসে, জাতীয় পার্টিও শত আঘাতে ঠিকে আছে।

রাজনীতিকে জনগণের কল্যাণে ব্যবহারের আহ্বান জানিয়ে এরশাদ বলেন, রাজনীতি হোক জনগণের কল্যাণে, নিজের জন্য নয়। আমি সেই দিনের অপেক্ষায় আছি। আজ থেকে শ্লোগান হোক নিজ বা দলের জন্য নয়, আমরা দেশের জন্য কাজ করবো।

এর আগে ইসলামী ছাত্র মজলিসের সাবেক সাধারণ সম্পাদক ও বাংলাদেশ খোলফত মজলিসের মহানগর নেতা মাওলানা এস এম আল জুবায়েরের নেতৃত্বে দুই শতাধিক নেতা-কর্মী এরশাদের হাতে ফুলের তোড়া দিয়ে জাতীয় পার্টিতে যোগ দেন।

জাপা প্রেসিডিয়াম সদস্য সুনীল শুভ রায়ের সভাপতিত্বে যোগদান অনুষ্ঠানে বক্তব্য রাখেন দলের কো-চেয়ারম্যান জি এম কাদের, মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার, মাওলানা এস এম আল জুবায়ের, ডা. নুরুল ইসলাম প্রমুখ।

দলের মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার বলেন, এদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ মুসলমান। অধিকাংশ আলেম ওলামা হুসেইন মুহম্মদ এরশাদের নেতৃত্বে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করতে চান।

এ সময় তিনি সুন্দর বাংলাদেশ গড়তে এরশাদকে ক্ষমতায় বসানোর আহ্বান জানান।

যোগদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দলের প্রেসিডিয়াম সদস্য এমএ কাসেম, এসএম ফয়সল চিশতী, সোলাইমান আলম শেঠ, উপদেষ্টা সৈয়দ দিদার বখত, কেন্দ্রীয় নেতা আমিরউদ্দিন ডালু, সুমন আশরাফ, নাজিম চিশতী প্রমুখ।

এ জাতীয় আরও খবর