g ব্রাহ্মণবাড়িয়া ইলিশের বাজারে নববর্ষের আগুন | AmaderBrahmanbaria.Com – আমাদের ব্রাহ্মণবাড়িয়া

বুধবার, ২৭শে সেপ্টেম্বর, ২০১৭ ইং ১২ই আশ্বিন, ১৪২৪ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়া ইলিশের বাজারে নববর্ষের আগুন

AmaderBrahmanbaria.COM
এপ্রিল ১৩, ২০১৭

---

তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : বাংলার সংস্কৃতির  ঐত্যিহ হল  পহেলা বৈশাখ আর নববর্ষের এই ঐতিহ্য কে আরো গুরুত্ব বাড়িয়ে  ইলিশের তুলনা নেই মনে করছে অনেকে। দিনের শুরুতে ইলিশবাজা আর পান্তা ভাত  এটিকে  লালন পালন করা হচ্ছে যুগ যুগ ধরে। কিন্তু যে ইলিশ বাজা দিয়ে পহেলা বৈশাখকে দিনকে বিশেষ ভাবে বরণ করা হয়, সে ইলিশের বাজারে কয়েকদিন আগ থেকে লেগে থাকে  জলন্ত আগুন। যেখানে স্বাভাবিক বাজারে ৮০০গ্রাম থেকে  ১ কেজি ওজনের ইলিশ ৫শত টাকা থেকে সর্ব্বোচ্চ ৮০০টাকা ধরে প্রতি কেজি বিক্রী হতো সেখানে বাংলা নবর্বশ পহেলা বৈশাখ সামনে রেখে বিগত কয়েক দিন যাবত সে ইলিশ বিক্রী হচ্ছে ১২শ থেকে ১৮শত সর্ব্বোচ্চ ২০০০হাজার  টাকার ধরে। যা সাধারণ নিন্ম আয়ের মানুষের নাগালের বাইরে একেবারে। তাই অনেকেই স্বাদ থাকলে ও স্বার্দ নেয় । বাজারে কথা হয় মুসলিম মিয়া নামক এক ক্রেতার সাথে সে  জানায় , ১কেজি ইলিশ যেখানে স্বচরাচর  ৫০০/৭০০ টাকা দরে বিক্রী হত কিন্তু পহেলা নববর্ষের সুযোগকে কাজে লাগিয়ে ইলিশ বিক্রেতারা ২গুন  দাম বেশি নিচ্ছে। মাছ বিক্রেতা রহিম মিয়া জানান, ইলিশ যত হাজার টাকা কেজি হোক মানুষের কাছে টাকার কোন অভাব নেই। কালো টাকার পাহাড় অনেকের কাছেই। যত কষ্ট সাধারণ আয়ের মানুষের। তাদের কথা কেউ চিন্তা করেনা। ইলিশর বাজারে যে আগুন তাতে তারা মাছতো দূরের কথা ইলিশর পানি ও কিনে নিতে পারবেনা।

এ জাতীয় আরও খবর