g আখাউড়ায় হরিজন এলাকায়  মাদক কারবারি রনির রমরমা বানিজ্য | AmaderBrahmanbaria.Com – আমাদের ব্রাহ্মণবাড়িয়া

শনিবার, ২১শে অক্টোবর, ২০১৭ ইং ৬ই কার্তিক, ১৪২৪ বঙ্গাব্দ

আখাউড়ায় হরিজন এলাকায়  মাদক কারবারি রনির রমরমা বানিজ্য

AmaderBrahmanbaria.COM
এপ্রিল ২৫, ২০১৭

---

আখাউড়া প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়া আখাউড়া পৌর শহরের পল্লী বিদ্যুৎতায়ন বোর্ডের অফিস সংলগ্ন রয়েছে রেল কতৃপক্ষের নির্মিত হরিজন সম্প্রদায়ের জন্য সরকারী কোয়ার্টার।আর হরিজন পল্লীর বাংলা মদের বিক্রীর আড়ালে মাদক সম্রাট  রনি(৩৫) খোলামেলা  আস্তানা গড়ে তুলেছে।এই কোয়ার্টারে রয়েছে দিন-রাত মাদকের সহজলভ্য সমাহার।সেখানে মাদক সম্রাট রনির রয়েছে নিজস্ব আস্তানা। তার সহযোগী রয়েছে  আরো অনেক খুচরা  মাদক ব্যবসায়ী। নাম প্রকাশ না করার শর্তে মসজিদ পাড়ার একজন স্থায়ী বাসিন্দা জানান, নিদিষ্ট শর্তসাপেক্ষ হরিজন সম্প্রদায় নিজেদের মদ পান করার ও উৎপাদনের অনুমতি থাকলেও এর অন্তরালে দেশী ও ভারতীয় মাদকের বিক্রির বড় ধরণের খুচরা আড়ং গড়ে উঠেছে। আরেকটি সূএ জানায়, স্হানটি পৌর শহরের ভিতর হওয়ায় উঠতি বয়সের যুবক থেকে শুরু করে সব বয়সের মাদক সেবনকারীদের যাতায়াত রয়েছে এই পল্লীতে। তবে দিনের বেলা বেচাকেনা কম থাকলে ও সন্ধ্যার পর থেকে রাত যত বাড়ে তত মাদক সেবীদের আনাগোনা বাড়তে থাকে। আর মধ্যরাত পর্যন্ত চলে মাদক বিক্রি ও সেবনের   মহোৎসব।

এখানে  বিভিন্ন ধরনের মাদক পাওয়া যায়। স্থানীয়ভাবে তৈরি বাংলা মদ থেকে শুরু করে ভারত থেকে চোরাই পথে আনা বিভিন্ন দামী  ব্রান্ডের দামী মদ,বিয়ার, বোডকা, হুইস্কি ইত্যাদি। এছাড়া পল্লীটি চান্দুরা-আখাউড়া সড়কের পাশ্ববর্তী হওয়ার বাইরের এলাকার মাদক সেবীরা বেশ স্বাদছন্দে আসা -যাওয়া করতে পারে। আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোশারফ হোসেন তরফদার জানান, হড়িজন পল্লীতে নিজেরা খাওয়ার জন্য বাংলা মদ তৈরী করে । সেখানে অন্য কোন সম্প্রদায়রের ব্যক্তি বা রনি নামক কোন মাদক কারবারি আস্তানা গড়ে তুলে থাকে  তাহলে অবশ্যই তথ্যাদি নিয়ে আইনানুগ পদক্ষেপ নেওয়া হবে।

এ জাতীয় আরও খবর