g নাসিরনগরে বাসার ফ্লোরে ঘামছে সারাদিন ॥ মানুষের মধ্যে কৌতুহল | AmaderBrahmanbaria.Com – আমাদের ব্রাহ্মণবাড়িয়া

বুধবার, ২০শে সেপ্টেম্বর, ২০১৭ ইং ৫ই আশ্বিন, ১৪২৪ বঙ্গাব্দ

নাসিরনগরে বাসার ফ্লোরে ঘামছে সারাদিন ॥ মানুষের মধ্যে কৌতুহল

AmaderBrahmanbaria.COM
এপ্রিল ২৫, ২০১৭

---

আকতার হোসেনভুইয়া , নাসিরনগর : নাসিরনগরের হাওরের প্রায় সব ধান ভারী বষর্ণে ও উজান থেকে নেমে আসা পানিতে তলিয়ে গেছে। চোখের সামনেই তলিয়ে যাওয়া বোরো ফসলের জমি দেখে কৃষকেরা শুধু নীরবে চোখের অশ্রু ফেলছেন। হাওর এলাকার মানুষের মধ্যে উদ্বেগ-উৎকণ্ঠা ছড়িয়ে পড়েছে। এরমধ্যে আবার নাসিরনগর উপজেলার সবর্ত্রই দেখা দিয়েছে নতুন আতঙ্ক। মানুষের বাসাবাড়ির ফ্লোর অনবরত ঘামছে। খোঁজ নিয়ে জানা গেছে, আজ মঙ্গলবার ভোর থেকেই উপজেলা সদরসহ বিভিন্ন বাসাবাড়ির বিভিন্ন ফ্লোর ঘেমে মেঝেতে পানি জমে যাচ্ছে। প্রতি ঘণ্টায় কাপড় দিয়ে মুছার পরও আবার ঘামচ্ছে । নীচতলা থেকে শুরু করে ভবনের সব তলার একই অবস্থা । এনিয়ে এলাকাবাসীর মধ্যে কৌতুহল দেখা দিয়েছে।এঘটনাকে বড় ধরণের কোনো প্রাকৃতিক দুর্যোগের পূর্ভাবাস বলেও মনে করছেন অনেকে। হঠাৎ করে কেন এমন হচ্ছে সেটাও বলতে পারছেন না কেউ।এ বিষয়ে এলাকার একাধিক বাসিন্দা এই জানিয়েছেন,আজ মঙ্গলবার ভোর থেকে বাসার ফ্লোর ঘামতে শুরু করে। ঘণ্টায় কয়েকবার মুছার পরও আবার ঘেমে পানি জমে যায়। এঘটনায় সবার মাঝেই কৌতুহল দেখা দিয়েছে। তবে প্রাকৃতিক দুর্যোগের পূর্ভাবাস বলেও মনে করছেন কেই কেউ।

এ জাতীয় আরও খবর