g ১৭টি লেন্সের অ্যাকশন ক্যামেরা এনে চমকে দিলো গুগল | AmaderBrahmanbaria.Com – আমাদের ব্রাহ্মণবাড়িয়া

শনিবার, ৫ই আগস্ট, ২০১৭ ইং ২১শে শ্রাবণ, ১৪২৪ বঙ্গাব্দ

১৭টি লেন্সের অ্যাকশন ক্যামেরা এনে চমকে দিলো গুগল

AmaderBrahmanbaria.COM
এপ্রিল ২৯, ২০১৭

---

অনলাইন ডেস্ক : নতুন ভার্চুয়াল রিয়েলিটি ক্যামেরা নিয়ে এসে ভি আরে নিজেদের জায়গা পাকাপাকি করতে চলেছে গুগল। চীনা ক্যামেরা সংস্থা ই হ্যালোর (Yi Halo) সঙ্গে যৌথভাবে এই ক্যামেরা আত্মপ্রকাশ করাচ্ছে গুগল। ই হ্যালো নামের এই ক্যামেরা আমেরিকার লাসভেগাসে ইতিমধ্যে আত্মপ্রকাশ করানো হয়েছে এবং এর দাম করা হয়েছে ১৭ হাজার মার্কিন ডলার।

এই ক্যামেরা 8K রেজুলিউশনে পার সেকেন্ডে ৩০টি ফ্রেম ক্যাপচার করতে পারে এবং 5.8K পার সেকেন্ডে ৬০ ফ্রেম ক্যাপচার করতে পারে। ক্যামেরাটিতে থাকছে মোট ১৭টি লেন্স। এছাড়াও ভিডিও দেখার জন্য এখানে একটি ছোট ডিসপ্লেও রয়েছে। আর ক্লাউডের মাধ্যমে ক্যামেরার ছবি ও ইনফরমেশ সেভ করা যাবে।

এছাড়া, বেশিরভাগ ভিআর ক্যামেরা রিগসের মতো ই হ্যালো’তে বড় একটি ক্যামেরার সঙ্গে একটি রিঙে অনেকগুলো অ্যাকশন ক্যামেরা অ্যাড করা। এবং এই ক্যামেরার ওজন প্রায় ৮ পাউন্ডের মতো। এই ক্যামেরার ব্যাটারি ১০০ মিনিট পর্যন্ত ব্যাকআপ দেবে।