রবিবার, ১৮ই জুন, ২০১৭ ইং ৪ঠা আষাঢ়, ১৪২৪ বঙ্গাব্দ

কুমিল্লা বোর্ডে পাস নিয়ে হাহাকার

AmaderBrahmanbaria.COM
মে ৪, ২০১৭

---

 নিজস্ব প্রতিনিধি : ২০১৭ সালের এসএসসি পরীক্ষার ফলাফলে বিপর্যস্ত কুমিল্লা শিক্ষাবোর্ড। কুমিল্লা শিক্ষাবোর্ড থেকে ১ লক্ষ ৮২ হাজার ৯৭৯ জন পরীক্ষার্থী এবারের পরীক্ষায় অংশগ্রহণ করে পাস করেছে ১ লাখ ৮ হাজার ১৩ জন। যা মোট পরিমাণের ৫৯.০৩ শতাংশ। মূলত গণিত এবং ইংরেজী বিষেয়ে ফলাফল খারাপ হওয়ায় কুমিল্লা শিক্ষাবোর্ডের ফলাফলে এরুপ বিপর্যয় হয়েছে। এদিকে পাসের হার কম হওয়ায় হাহাকার কুমিল্লা শিক্ষা বোর্ডে। আজ বৃহস্পতিবার সকাল ১০ টায় শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ফলাফলে কপি হস্তান্তর করেন। পরে প্রত্যেক বোর্ডের পাসের হার এবং জিপিএ ৫- এর সংখ্যা জানানো হয়। মাধ্যমিক শিক্ষাবোর্ডগুলোর মধ্যে কুমিল্লা শিক্ষাবোর্ডে পাসের হার সর্বনিম্ন। এ বছর এ বোর্ডে গণিতে ৩৪ হাজার ৬৮৯ ও ইংরেজিতে ২৫ হাজার ৬০৬ জন শিক্ষার্থী অকৃতকার্য হয়েছে। যা বিরাট প্রভাব ফেলেছে পাসের হার হ্রাসের পেছনে। যার ফলে বিগত ৫ বছরের তুলনায় এবার পাসের হার কমেছে। কুমিল্লা বোর্ড সূত্র জানায়, এ বছর এ বোর্ডে গণিত বিষয়ে পাশের হার ৮১ শতাংশ, যা গতবছর ছিল ৯২ শতাংশ এবং ইংরেজিতে পাশের হার ৮৬ শতাংশ, যা গতবছর ছিল ৯৪ শতাংশ।

এ জাতীয় আরও খবর