g আখাউড়ায় এসএসসি’র খাতা পূন:মূল্যায়নে দাবী | AmaderBrahmanbaria.Com – আমাদের ব্রাহ্মণবাড়িয়া

শুক্রবার, ৬ই অক্টোবর, ২০১৭ ইং ২১শে আশ্বিন, ১৪২৪ বঙ্গাব্দ

আখাউড়ায় এসএসসি’র খাতা পূন:মূল্যায়নে দাবী

AmaderBrahmanbaria.COM
মে ১০, ২০১৭
news-image

---

আখাউড়া প্রতিনিধি : এসএসসি পরীক্ষায় কুমিল্লা বোর্ডের ব্যাপক ফল বিপর্যয় মানতে পারছে না আখাউড়া উপজেলার শিক্ষার্থী অভিভাবকসহ শিক্ষা সংশ্লিষ্ট কেউই। বিগত কয়েক বৎসরের তুলনায় এবছর কুমিল্লা বোর্ডের পাশের হার অনেক কম। এ বছর আখাউড়া উপজেলার গড় পাশের হার শতকরা ৪৫। এ নিয়ে চতুর্দিকে আলোচনা-সমালোচনার মুখে আখাউড়ায় অকৃতকার্য কিছু ছাত্রছাত্রী। তারা তাদের ক্ষুব্ধ প্রতিক্রিয়া প্রকাশ করেছে। পাশপাশি অকৃতকার্য হওয়া বিষয়ের খাতা পুন:মূল্যায়নের দাবী জানিয়েছে তারা। আজ বুধবার সকালে পৌরশহরের একটি সমাজ কল্যাণ সংস্থার অফিসে সাংবাদিকদের মুখোমুখি হয় উপজেলার প্রায় একশ শিক্ষার্থী ও অভিভাবক। এসময় তারা বলেন, সঠিক ভাবে খাতা মূল্যায়ন না করায় এত বিপুল সংখ্যক ছাত্রছাত্রী ফেল করেছে। আর খেসারত দিতে তাদেরকে। বেশির ভাগ ছাত্রছাত্রী মাত্র ১ বা ২ নম্বরের জন্য এক বিষয়ে ফেল করেছে। তারা এটা কিছুতেই মানতে পারছেন না। বোর্ডের খাম খেয়ালির কারণে এসব ছাত্রছাত্রীর শিক্ষা জীবন ধ্বংসের মুখে পড়েছে বলে তাদের অভিমত। রাকিব উদ্দিন নামে এক ছাত্র বলেন, সে দুটি বিষয়ে যথাক্রমে ২৯ ও ৩০ পেয়েছে। তার দাবী ভালো ভাবে খাতা মূল্যায়ণ করা হলে সে পাশ করতো। রেলওয়ে সরকারী উচ্চ বিদ্যালয় থেকে পরীক্ষায় অংশ নেয়া রাকিবুল খাদেম ২ বিষয়ে অকৃতকার্য হয়েছে। একটি বিষয়ে সে ৩৩ ও অন্য একটি বিষয়ে ৩১ পেয়েছে। রাকিব মনে করে আন্তরিকতার সাথে খাতা মূল্যায়ণ করা তার পাশ মার্ক উঠতো। সব বিষয়ে ভাল মার্ক পেয়েও ১ বা ২ বিষয়ে সামান্য নম্বরের জন্য অকৃতকার্য হওয়ায় কয়েকজন ছাত্র বক্তব্য দেয়ার সময় কান্নায় ভেঙ্গে পড়েন।

এ জাতীয় আরও খবর