বুধবার, ৫ই জুলাই, ২০১৭ ইং ২১শে আষাঢ়, ১৪২৪ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় ৬০ লাখ টাকার ভারতীয় শাড়ি আটক

AmaderBrahmanbaria.COM
মে ১২, ২০১৭
news-image

---

তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার কসবায় সরকারী শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে আনা ৬০ লাখ টাকার ভারতীয় শাড়ি আটক করেছে র‌্যাব। আজ শুক্রবার বিকালে উপজেলার গঙ্গানগর এলাকার দিলু মিয়ার বাড়ি থেকে এই শাড়ি আটক করেছে র‌্যাব-১৪ ভৈরব ক্যাম্পের সদস্যরা। এসময় দিলু মিয়া সহ বাড়ির লোকজন পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি বলে জানায় র‌্যাব।
র‌্যাব-১৪ ভৈরব ক্যাম্পের স্কোয়াড কমান্ডার সহকারী পরিচালক চন্দন দেবনাথ আটকের বিষয়টি নিশ্চিত করেন ও  জানান, কসবা এলাকার বেশ কিছু অসাধু ব্যবসায়ী ভারত থেকে শুল্ক ফাঁকি দিয়ে শাড়ি এনে গুদামজাত করছেন। এমন সংবাদের ভিত্তিতে র‌্যাব কসবা গঙ্গানগর এলাকায় নজরধারী বৃদ্ধি করেন। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে দিলু মিয়ার বাড়িতে অভিযান চালায় র‌্যাব সদস্যরা। এসময় দিলু মিয়ার বাড়ির আঙ্গিনায় ও আশে-পাশে তল্লাশী করে সরকারী রাজস্ব ফাঁকি দিয়ে আনা ৪৯১টি চোরাচালানকৃত ভারতীয় শাড়ী উদ্ধার করা হয়। এসময় বাড়ির লোকজন পালিয়ে যায়। উদ্ধারকৃত শাড়ীর আনুমানিক মূল্য ৬০ লাখ টাকা।
উদ্ধারকৃত মালামাল ও পলাতক অজ্ঞাতনামা আসামীগনের বিরুদ্ধে কসবা থানায় মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।

এ জাতীয় আরও খবর