g ‘সামর্থ্যের অভাবেই দীর্ঘদিন হাসপাতালে থাকার সুযোগ পাচ্ছে বন্দিরা’ | AmaderBrahmanbaria.Com – আমাদের ব্রাহ্মণবাড়িয়া

শুক্রবার, ২২শে সেপ্টেম্বর, ২০১৭ ইং ৭ই আশ্বিন, ১৪২৪ বঙ্গাব্দ

‘সামর্থ্যের অভাবেই দীর্ঘদিন হাসপাতালে থাকার সুযোগ পাচ্ছে বন্দিরা’

AmaderBrahmanbaria.COM
মে ১৪, ২০১৭

---

নিউজ ডেস্ক : কারা মহাপরিদর্শক (আইজি প্রিজন) ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ ইফতেখার উদ্দিন বলেছেন, চিকিৎসা পাওয়া একজন বন্দির মৌলিক অধিকার। আমাদের ৬৮টি কারাগারে ১১৭ জন চিকিৎসকের চাহিদা থাকলেও রয়েছেন মাত্র ছয়জন। যেসব নার্স আছেন তারাও সুযোগ-সুবিধা পেয়ে অন্য কোথাও চলে যাচ্ছেন। স্বাস্থ্যে জনবলের অবস্থা নাজুক। কারাগারের সামর্থ্যের অভাবেই বন্দিরা দীর্ঘদিন হাসপাতালে থাকার সুযোগ পাচ্ছেন।

রোববার কারা অধিদফতরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন কারা মহাপরিদর্শক।

কারা মহাপরিদর্শক বলেন, ৬৮টি কারাগারে মাত্র নয়টি অ্যাম্বুলেন্স রয়েছে। বন্দিদের স্বাস্থ্যসেবা পাওয়ার অবস্থা নাজুক। যেসব বিত্তবান কারাগারে আসেন, তাদের ডায়াবেটিস, ব্লাড প্রেসার কমন। কিন্তু আদালত থেকে আমাদের নির্দেশ দেওয়া থাকে বন্দির যথাযথ চিকিৎসা নিশ্চিত করতে হবে।

কারা মহাপরিদর্শক আরো বলেন, যখন কোনো বন্দি বলবেন অসুস্থ অনুভব করছেন, তখন তাকে হাসপাতালে স্থানান্তর করতে হয়। বন্দিদের এখন চিকিৎসা করতে গিয়ে যদি চিকিৎসকরা দীর্ঘদিন ভর্তি করে রাখেন, তখন আমাদের কিছু করার থাকে না। আমাদের দায়িত্ব বন্দিদের নিরাপত্তা দেওয়া।

চিকিৎসকরা রিলিজ না দিলে যদি আমরা বন্দিকে নিয়ে আসতে চাই তাহলে বন্ড দিয়ে আনতে হবে। আর আনার পর যদি কোনো দুর্ঘটনা ঘটে তাহলে অবস্থাটা কী হবে বলেন? এ প্রশ্ন রাখেন আইজি প্রিজন।

স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে বন্দিদের হাসপাতালে পাঠানো হয়, সেখানে কতোদিন থাকবে সেটা চিকিৎসকের ওপর নির্ভর করে। এটা আমাদের ব্যর্থতা, কারণ সামর্থ্য নেই বলে জানান তিনি।

এ জাতীয় আরও খবর