g নাসিরনগরে মিনি স্টেডিয়ামের নির্মাণ কাজ উদ্বোধন | AmaderBrahmanbaria.Com – আমাদের ব্রাহ্মণবাড়িয়া

শনিবার, ৭ই অক্টোবর, ২০১৭ ইং ২২শে আশ্বিন, ১৪২৪ বঙ্গাব্দ

নাসিরনগরে মিনি স্টেডিয়ামের নির্মাণ কাজ উদ্বোধন

AmaderBrahmanbaria.COM
মে ১৫, ২০১৭
news-image

---

আকতার হোসেন ভুইয়া , নাসিরনগর : নাসিরনগরে মিনি স্টেডিয়ামের ভবনের কাজ শুরু হয়েছে। আজ সোমবার দুপুরে মিনি স্টেডিয়ামের ভবনের নির্মাণ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন নাসিরনগর উপজেলা নির্বাহী অফিসার মোঃ লিয়াকত আলী। এ সময় প্রেসক্লাব সহ-সভাপতি আকতার হোসেন ভুইয়া,সাংবাদিক এসএম বদিউল আশরাফ মুরাদ ও ক্রীড়ামোদীসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। উপজেলা নির্বাহী অফিসার মোঃ লিয়াকত আলী জানান,তৃর্ণমূল পর্যায়ে খেলাখূলার মানোন্নয়ন ও তরুন সমাজকে খেলাধূলার প্রতি আকৃষ্ট করে তুলতে বর্তমান সরকার প্রতিটি উপজেলায় মিনি স্টেডিয়াম নিমার্ণের উদ্যোগ নিয়েছে। এরই ধারাবাহিকতায় নাসিরনগরে ৪১ লাখ ৯২ হাজার টাকা ব্যয়ে নির্মিত মিনি স্টেডিয়ামের ভবনের কাজ আগামী জুলাই মাস নাগাদ নিমার্ণকাজ সম্পন্ন হবে।

উল্লেখ্য, সরকারের সিদ্ধান্ত অনুযায়ী উপজেলা মিনি স্টেডিয়াম কোন শিক্ষা প্রতিষ্ঠান বা ব্যক্তিগত খেলার মাঠে র্নিমাণ করা যাবে না। এ কারণে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী আলহাজ্ব এডভোকেট মোহাম্মদ ছায়েদুল হক এমপির পরামর্শক্রমে সরকারের খাস জমি নির্ধারণ করে উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে উপজেলার লক্ষীপুরে মিনি স্টেডিয়াম র্নিমাণের প্রস্তাব পাঠানো হয়। এ লক্ষ্যে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে বুড়িশ্বর ইউনিয়নের লক্ষীপুর নামক স্থানে ৩ একর জায়গায় নাসিরনগর উপজেলার স্বপ্নের মিনি স্টেডিয়ামটি র্নিমানের প্রস্তাবে- চুড়ান্ত অনুমোদন দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এ জাতীয় আরও খবর