g আয়ারল্যান্ডের পরবর্তী প্রধানমন্ত্রী সমকামী লিও! | AmaderBrahmanbaria.Com – আমাদের ব্রাহ্মণবাড়িয়া

শনিবার, ২৮শে অক্টোবর, ২০১৭ ইং ১৩ই কার্তিক, ১৪২৪ বঙ্গাব্দ

আয়ারল্যান্ডের পরবর্তী প্রধানমন্ত্রী সমকামী লিও!

AmaderBrahmanbaria.COM
মে ২২, ২০১৭

---

 

আন্তর্জাতিক ডেস্ক :ভারতীয় বংশোদ্ভূত ও স্বঘোষিত সমকামী লিও ভরাদকর আয়ারল্যান্ডের প্রধানমন্ত্রিত্বের দৌঁড়ে এগিয়ে রয়েছেন। দেশটির প্রথম সমপ্রকামী প্রধানমন্ত্রী হওয়ার নজিরও সম্ভবত গড়তে চলেছেন তিনি। তাঁর নেতৃত্বে ইতিমধ্যেই আস্থা রেখেছেন দেশটির মন্ত্রিসভার একাধিক শীর্ষ স্থানীয় সদস্য। আইরিশ পার্লামেন্টের অধিকাংশ সহকর্মীও তাঁকে সমর্থন জানিয়েছেন।

জানা যায়, লিওর জন্ম ডাবলিনে। তাঁর বাবা ভারতীয়, জন্ম মুম্বাইয়ে, মা আইরিশ। বর্তমানে জনকল্যাণ দফতরের মন্ত্রী লিও হতে পারেন আয়ারল্যান্ডের পরবর্তী প্রধানমন্ত্রী। প্রাক্তন প্রধানমন্ত্রী এন্ডা কেনি পদত্যাগ ঘোষণা করার পরে ওই পদের দাবিদার হিসেবে মনোনয়নপত্র জমা দেন ভরাদকর। তাঁর প্রতিদ্বন্দ্বী সমদলীয় সদস্য দেশের আবাসনমন্ত্রী সাইমন কভেনি।
প্রধানমন্ত্রী পদে তাঁর নির্বাচিত হওয়ার সম্ভাবনা সম্পর্কে লিওর মন্তব্য, ‘এখনই কিছু ভাবছি না। যে বিপুল সমর্থন পেয়েছি তাতে আমি অভিভূত। আসন্ন ডিবেট ও সভাগুলির জন্য সাগ্রহে অপেক্ষা করছি। ’

উল্লেখ্য, আগামী ২ জুন নির্বাচনে পরবর্তী প্রধানমন্ত্রী বেছে নেবেন আয়ারল্যান্ডের জনগণ। তার কয়েক দিন পরেই শপথ গ্রহণ অনুষ্ঠান। ২০১৫ সালে বিশ্বের প্রথম রাষ্ট্র হিসেবে নির্বাচনের মাধ্যমে সমকামী বিবাহে আইনি সিলমোহর দেয় আয়ারল্যান্ড। ওই বছরই নিজেকে সমপ্রেমী হিসেবে ঘোষণা করেন লিও ভরাদকর। সূত্র: কলকাতা টুয়েন্টিফোর।

এ জাতীয় আরও খবর