g নরসিংদীর ‘জঙ্গি আস্তানা’ থেকে আটক ৩ জন মুক্ত | AmaderBrahmanbaria.Com – আমাদের ব্রাহ্মণবাড়িয়া

শুক্রবার, ২০শে অক্টোবর, ২০১৭ ইং ৫ই কার্তিক, ১৪২৪ বঙ্গাব্দ

নরসিংদীর ‘জঙ্গি আস্তানা’ থেকে আটক ৩ জন মুক্ত

AmaderBrahmanbaria.COM
মে ২২, ২০১৭

---

 

নিজস্ব প্রতিবেদক : নরসিংদী শহরের গাবতলী উত্তরপাড়া এলাকায় জঙ্গি সন্দেহে আটক পাঁচজনের মধ্যে তিনজনকে ছেড়ে দিয়েছে র‍্যাব। তাঁদের সঙ্গে জঙ্গি সংশ্লিষ্টতার প্রমাণ মেলেনি। বাকি দুজন ছাড়া পাননি। তাঁদের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে মামলা করেছে র‍্যাব।

আজ রোববার সন্ধ্যায় তিনজনকে নারায়ণগঞ্জে র‍্যাব ১১-এর সদর দপ্তর থেকে ছেড়ে দেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাব ১১-এর সহকারী পুলিশ সুপার আলেফ উদ্দিন।

মুক্তি পাওয়া তিনজন হলেন নরসিংদী সদর উপজেলার চরভাসানিয়া এলাকার নুরুল ইসলামের ছেলে বাছিকুল ইসলাম, গাজীপুরের বোর্ডবাজার এলাকার আবদুল মজিদের ছেলে মাসুদুর রহমান ও কিশোরগঞ্জের ভৈরব এলাকার মশিউর।

র‍্যাব কর্মকর্তা আলেফ জানান, নরসিংদীর গাবতলী এলাকায় অভিযান চালিয়ে সালাউদ্দিন, জাফর, মাসুদ, বাছিকুল ও মসিউরকে আটক করে আজ সকালে র‍্যাব-১১ সদর দপ্তর নারায়ণগঞ্জের আদমজী নগরীতে আনা হয়। সারাদিন জিজ্ঞাসাবাদের পর জঙ্গিবাদের সঙ্গে সংশ্লিষ্টতা পাওয়া না যাওয়ায় মাসুদ, বাছিকুল ও মসিউরকে সন্ধ্যায় ছেড়ে দেওয়া হয়। অন্যদিকে জাফর ও সালাউদ্দিনের সঙ্গে জঙ্গি সংশ্লিষ্টতার প্রাথমিক প্রমাণ পাওয়া যাওয়ায় র‍্যাব বাদী হয়ে তাঁদের বিরুদ্ধে মামলা করেছে।

নরসিংদীতে গতকাল রাতে ঘেরাওয়ের সময়ে সন্দেহভাজন জঙ্গি আস্তানা থেকে আবু জাফর নামের একজন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দিয়ে প্রধানমন্ত্রীর কাছে সাহায্যের আবেদন জানান। তিনি লিখেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী, আমাদের বাঁচান। আমরা নিরপরাধ। আমরা আওয়ামী লীগের কর্মী। আমরা ষড়যন্ত্রের শিকার। প্লিজ আমাদের বাঁচান। আমরা সাধারণ ছাত্র। প্লিজ, আমাদের উদ্ধার করুন।’

আবু জাফর মিয়া ফেসবুকে আরেকটি স্ট্যাটাসে লিখেন, ‘সাংবাদিক ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর স্যারদের উদ্দেশ্য করে বলছি, আমরা নিরপরাধ। আমরা কখনো শিবির, জঙ্গিবাদ সম্পর্কে ভালো করে জানিও না। আপনারা আমাদের সার্চ করুন। দেখুন কিছু পান কি না। বাইরে থেকে আমাদের ছিটকানি লাগানো। প্লিজ, ছিটকানি খুলে আমাদের উদ্ধার করুন।’

র‌্যাব ও স্থানীয় সূত্রে জানা যায়, নরসিংদীর গাবতলী উত্তরপাড়া এলাকার দুবাই প্রবাসী মঈন উদ্দিনের বাড়ির কাছে দেশের সর্ববৃহৎ ইসলামী শিক্ষাপ্রতিষ্ঠান নরসিংদী জামেয়া কাশেমিয়া ইসলামিয়া মাদ্রাসা। আটক সালাউদ্দিন ওই মাদ্রাসার কামিল শ্রেণির ছাত্র পরিচয় দিয়ে গত ৩ মে মঈন উদ্দিনের বাড়িটি ভাড়া নেন। এরপর ওই বাড়িতে সালাউদ্দিন চার থেকে পাঁচজন নিয়ে বসবাস করছিলেন।

অভিযান শেষে আজ বেলা ১১টায় র‌্যাবের গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার মুফতি মাহমুদ খান সাংবাদিকদের বলেন, ‘যুবকদের আত্মসমর্পণ করানোই ছিল আমাদের মূল উদ্দেশ্য। তা ছাড়া সিলেটের আতিয়া মহলে যে জঙ্গিরা ছিল তাদের সঙ্গে এখানে অবস্থানরতদের যোগসূত্র রয়েছে। তার কিছু প্রমাণ আমরা পেয়েছি। আমরা মোটামুটি নিশ্চিত এই পাঁচজনের মধ্যে কয়েকজন সেই জঙ্গিদের সঙ্গে সম্পৃক্ত।’

বাড়িতে কিছু উদ্ধার প্রসঙ্গে র‍্যাব কর্মকর্তা বলেন, ‘ওই বাড়ির তিনটি কক্ষ তল্লাশি করে কোনো অস্ত্র বা বিস্ফোরক পাওয়া যায়নি। আমরা আটকদের জিজ্ঞাসাবাদ করে তথ্য পাওয়ার চেষ্টা করব।’

এ জাতীয় আরও খবর