বৃহস্পতিবার, ১৪ই ডিসেম্বর, ২০১৭ ইং ৩০শে অগ্রহায়ণ, ১৪২৪ বঙ্গাব্দ

বাঞ্ছারামপুরে শিক্ষক কর্তৃক ছাত্রীকে যৌন হয়রানী ঘটনায় তদন্ত কমিটি গঠন

AmaderBrahmanbaria.COM
মে ৩১, ২০১৭
news-image

---

নিজস্ব প্রতিবেদক : ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর সদর উপজেলায় অবস্থিত প্রাচীন ও স্বনামধন্য বাঞ্ছারামপুর বালিকা পাইলট উচ্চ বিদ্যালয়ে ইংরেজী বিভাগের শিক্ষক বিল্লাল হোসেন নিজে বিদ্যালয়টি অধ্যায়নরত সপ্তম শ্রেণীর ছাত্রীকে যৌন হয়রানির ঘটনায় গতকাল মঙ্গলবার বিকালে ৩ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠিত হয়েছে।কমিটিকে সাত কার্য দিবসের মধ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা বাঞ্ছারামপুর বরাবর লিখিত আকারে প্রতিবেদন দেয়ার কথা বলা হয়েছে।

বাঞ্ছারামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শওকত ওসমান জানান, মঙ্গলবার বিকালে আমরা বাঞ্ছারামপুর বালিকা পাইলট উচ্চ বিদ্যালয়ের অভিযুক্ত শিক্ষক মো. বিল্লাল হোসেনের বিরুদ্ধে ছাত্রীকে যৌন নিপীড়ন ও মারধর-এর অভিযোগে ৩ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছি।’

তিনি আরও জানান, ঘটনার তদন্তের জন্য যাদের নিয়ে কমিটি করা হয়েছে এরা হলেন বাঞ্ছারামপুর উপজেলা সহকারী কমিশনার ভূমি (এসি ল্যান্ড) মো.সোহাগ হোসেন, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের উপজেলা প্রকৌশলী এবিএম খোরশেদ আলম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো.আবু তৌহিদ।

উল্লেখ্য, গত ২২ মে বাঞ্ছারামপুরস্থ বালিকা পাইলট উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেনীর দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীর পরিবার স্থানীয় সাংবাদিক ও সুশীল সমাজের কাছে লিখিত অভিযোগ দেন যে স্কুলটির শিক্ষক বিল্লাল হোসেন কর্তৃক তাদের মেয়ে (ছাএীকে) নানা উপায়ে যৌন নিপীড়ন করেছেন। অভিযোগটিতে তারা শিক্ষকের দৃষ্ঠান্তমূলক বিচারের দাবী ও জানান।