সোমবার, ২৬শে মার্চ, ২০১৮ ইং ১২ই চৈত্র, ১৪২৪ বঙ্গাব্দ

প্রধান বিচারপতির ছুটির অনাপত্তিপত্র ও প্রজ্ঞাপন জারি

news-image

নিজস্ব প্রতিবেদক : রাষ্ট্রপতির স্বাক্ষরের পর প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার (এসকে)সিনহার ছুটির অনাপত্তিপত্র ও প্রজ্ঞাপন জারি করেছে আইন মন্ত্রণালয়।

বৃহস্পতিবার বেলা ১১টার দিকে আইন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ড. রেজাউল করিম যুগান্তরকে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, ১৩ অক্টোবর থেকে ১০ নভেম্বর পর্যন্ত প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা ছুটিতে থাকবেন।রাষ্ট্রপতির স্বাক্ষরের পর আজ এ বিষয়ে সরকারি আদেশ (জিও) করা হয়েছে।

এর আগে বুধবার রাত সাড়ে ৮টার দিকে প্রধান বিচারপতির বিদেশে যাওয়ার বিষয়ে জিও অনুমতিপত্রে সই করেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

আইন সচিব আবু সালেহ শেখ মো. জহিরুল হক এ তথ্য জানান।

এদিন দুপুরে নথিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সই করেছেন বলে জানিয়েছিলেন আইনমন্ত্রী আনিসুল হক।

রাষ্ট্রপতির কাছ থেকে ফাইলটি আজ আইন মন্ত্রণালয়ে আসার পর জিও প্রকাশ করল আইন মন্ত্রণালয়।

Print Friendly, PDF & Email

এ জাতীয় আরও খবর

আমার বেলায় জামিন পেতে কেন এতো দেরি হচ্ছে?

পাকিস্তানকে খুশি করাই ছিলো জিয়া, খালেদা এবং এরশাদের এজেন্ডা : প্রধানমন্ত্রী

নেপালে বিশেষ ওয়ার্কশপের নামে বাংলাদেশবিরোধী ষড়যন্ত্র

আলো নিভিয়ে দেশব্যাপী এক মিনিট নীরবতা

মহান স্বাধীনতা দিবস আজ

স্বাধীনতা দিবসে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে ট্রাম্পের শুভেচ্ছা