রবিবার, ২৪শে ডিসেম্বর, ২০১৭ ইং ১০ই পৌষ, ১৪২৪ বঙ্গাব্দ

আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানী লিঃ এরউপ-সহকারী প্রকৌশলীদের নবীন বরনঅনুষ্ঠিত

AmaderBrahmanbaria.COM
নভেম্বর ১৭, ২০১৭

---

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি॥ দেশে অগ্রগতিতে ডিপ্লোমা প্রকৌশলীদের ভূমিকা অপরিসীম।তাদের হাত ধরেই দেশ এখন মধ্যম আয়ের দেশের দিকে এগিয়ে যাচ্ছে।শুক্রবার দুপুরে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড ডিপ্লোমাপ্রকৌশলী সমিতি (ডিপ্রকৌস) ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ পাওয়ারস্টেশন কোম্পানী লিঃ শাখার আয়োজনে উপ-সহকারী প্রকৌশলীদেরনবীন বরন অনুষ্ঠানে আগত অতিথিরা এ কথা বলেন। অনুষ্ঠানে প্রধানঅতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপনাপরিচালক প্রকৌশলী এএমএম সাজ্জাদুর রহমান। বিদ্যুৎ কেন্দ্রের ট্রেনিং সেন্টার অনুষ্ঠিত আলোচনা সভায়সংগঠনের সভাপতি মোঃ খায়রুজ্জামানের সভাপতিত্বে মূখ্যআলোচক হিসেবে উপস্থিত ছিলেন ইনস্টিটিউশন অব ডিপ্লোমাইঞ্জির্নীয়াস, বাংলাদেশ (আইডিইবি) এর কেন্দ্রীয় সভাপতি ওসার্ক ডিপোমা ইঞ্জির্নীয়াস ফোরাম এর প্রতিষ্ঠাতা সাধারণসম্পাদক বীর মুক্তিযোদ্ধা এ কে এম এ হামিদ। বিশেষ অতিথিহিসেবে উপস্থিত ছিলেন এপিএসসিএল এর সকল নির্বাহীপরিচালক বৃন্দ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেনবঙ্গবন্ধু ডিপোমা প্রকৌশলী পরিষদের কেন্দ্রীয় সভাপতি একেএমআব্দুল মোতালেব, অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিতছিলেন বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড ডিপ্লোমা প্রকৌশলীসমিতির কেন্দ্রীয় সভাপতি ফজলুর রহমান খান ও সাধারণ সম্পাদকমোঃ জিয়া উদ্দিন। অনুষ্ঠানে সঞ্চালনা করেন সংগঠনের সাধারনসম্পাদক মোঃ নজরুল ইসলাম ও অর্থ সম্পাদক নির্জন চন্দ্র মন্ডল।এছাড়া অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন সংগঠনের যুগ্ম-সাধারন সম্পাদক মোঃ আবু হানিফা ও সংগঠনের সাংগঠনিকসম্পাদক আব্দুর রহিমসহ কার্যনির্বাহী কমিটির সকল সদস্যপ্রকৌশলীবৃন্দ। অনুষ্ঠানে সার্বিক সহযোগীতায় ছিলেনসংগঠনের সকল সদস্যবৃন্দ। অনুষ্ঠানে বিদ্যুৎ কেন্দ্রে সদ্যযোগদানকারী ২৯জন ডিপ্লোমা প্রকৌশলীদের বরন করে নেয়া হয়।

এ জাতীয় আরও খবর

  • হত্যাকে ‘আত্মহত্যা’ হিসেবে চালিয়ে দেবার চেষ্টা : সরাইল থানায় মামলা দায়েরহত্যাকে ‘আত্মহত্যা’ হিসেবে চালিয়ে দেবার চেষ্টা : সরাইল থানায় মামলা দায়ের
  • আবারও প্রতিবাদের নামে ঢাকা মেডিক্যালে চিকিৎসা বন্ধআবারও প্রতিবাদের নামে ঢাকা মেডিক্যালে চিকিৎসা বন্ধ
  • ইন্টারভিউ: “মুক্ত কর ভয়, আপনা মাঝে শক্তি ধর, নিজেরে কর জয়”ইন্টারভিউ: “মুক্ত কর ভয়, আপনা মাঝে শক্তি ধর, নিজেরে কর জয়”
  • ধূমপান ত্যাগ করতে খান ৬ খাবারধূমপান ত্যাগ করতে খান ৬ খাবার
  • সরাসরি বিশ্বকাপে রোনালদোর পর্তুগালসরাসরি বিশ্বকাপে রোনালদোর পর্তুগাল
  • বিয়ের পিঁড়িতে মিলাবিয়ের পিঁড়িতে মিলা
  • জ্যাকলিন মিথিলা মানেই কি অশ্লীলতা?জ্যাকলিন মিথিলা মানেই কি অশ্লীলতা?
  • সাংবাদিক এবিএম মূসার মূত্যুতে আশুগঞ্জ প্রেসক্লাবের শোকসাংবাদিক এবিএম মূসার মূত্যুতে আশুগঞ্জ প্রেসক্লাবের শোক
  • ধানমন্ডি লেকের সেই জুনায়েদকে খুঁজছে পুলিশধানমন্ডি লেকের সেই জুনায়েদকে খুঁজছে পুলিশ
  • 1971 Speech of Bangabandhu Sheikh Mujibur1971 Speech of Bangabandhu Sheikh Mujibur
  • কেভিন স্প্যাসির লুঙ্গি ড্যান্সকেভিন স্প্যাসির লুঙ্গি ড্যান্স
  • সেসেলজ যুদ্ধাপরাধের অভিযোগ থেকে খালাস পেলসেসেলজ যুদ্ধাপরাধের অভিযোগ থেকে খালাস পেল