বুধবার, ২৭শে ডিসেম্বর, ২০১৭ ইং ১৩ই পৌষ, ১৪২৪ বঙ্গাব্দ

বঙ্গবন্ধুর ৭মার্চের ভাষণের স্বীকৃতিতে আনন্দ র‍্যালি প্রস্তুতি সভা

AmaderBrahmanbaria.COM
নভেম্বর ২২, ২০১৭

আনোয়ার হোসেন উজ্জল, আখাউড়া : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ বিশ্ব প্রামাণ্য ঐতিহ্য হিসেবে স্বীকৃতি পাওয়ায় আগামী ২৫ নভেম্বর আখাউড়ায় আনন্দ র‌্যালী অনুষ্ঠিত হবে। এছাড়াও কুইজ, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, চলচ্চিত্র প্রদর্শণী ও সাংস্কৃতিক অনুষ্ঠানের প্রস্তুতি নিচ্ছে উপজেলা প্রশাসন।

বুধবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে এক প্রস্তুতি সভায় এসব তথ্য জানানো হয়েছে। এই কর্মসূচি পালনের মাধ্যমে সচেতনতা সৃষ্টির পাশাপাশি শিক্ষার্থী এবং নতুন প্রজন্ম জাতির পিতা বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ সম্পর্কে সঠিকভাবে জানতে পারবে বলেও সভায় আশাবাদ ব্যক্ত করা হয়। সভায় ৬ ডিসেম্বর আখাউড়া মুক্ত দিবস, ১৪ ডিসেম্বর বুদ্ধিজীবি হত্যা দিবস ও ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উদযাপন বিষয়ে আলোচনা হয়।

দিবসটি উদযাপনে রাজনৈতিক দল, সামাজিক- সাংস্কৃতিক সংগঠনসহ সর্বস্তরের মানুষের স্বর্তফুর্ত অংশগ্রহণ ও সহযোগিতা কামনা করা হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ শামছুজ্জামানের সভাপতিত্বে প্রস্তুতি সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের আহবায়ক অধ্যক্ষ জয়নাল আবেদীন, পৌর মেয়র তাকজিল খলিফা কাজল, মুক্তিযোদ্ধা কমান্ডার আবু সাঈদ মিয়া, আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক মো: মনির হোসেন, আখাউড়া থানার ওসি (তদন্ত) মো: আরিফুল আমিন প্রমুখ। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক মো: সেলিম মিয়া, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান পিয়ারা বেগম, আখাউড়া সদর দক্ষিণ ইউপি চেয়ারম্যান মো: জালাল উদ্দিন, উত্তর ইউপি চেয়ারম্যান মো: আব্দুল হান্নান ভূূইয়া, মোগড়া ইউপি চেয়ারম্যান মো: মনির হোসেন, মনিয়ন্দ ইউপি চেয়ারম্যান মো: কামাল ভূইয়া, পল্লী বিদ্যুতের ডিজিএম আহমদ শাহ আল জাবের প্রমুখ।

বক্তারা বলেন, বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণ স্বাধীনতাকামী বাঙালি জাতির অনুপ্রেরণা হিসেবে কাজ করেছিল। এই ভাষনের মাধ্যমে মুক্তিকামী বাঙালী জাতি নিশ্চিত মৃত্যুকে আলিঙ্গন করে স্বাধীনতা সংগ্রামে ঝাঁপিয়ে পড়েছিল।

উল্লেখ্য, গত ৩০ অক্টোবর ইউনাইটেড নেশন এডুকেশন, সায়েন্টিফিক এন্ড কালচারাল অর্গানাইজেশন (ইউনেস্কো) ৭ই মার্চে বঙ্গবন্ধুর ভাষণকে (ওয়াল্ড ডকুমেন্টারি হেরিটেজ) বিশ্বে প্রামাণ্য ঐতিহ্য হিসেবে স্বীকৃতি প্রদান করে। এটি ইউনেস্কো কর্তৃক তৈরি বিশ্বের গুরুত্বপূর্ণ প্রামাণ্য ঐতিহ্যের একটি তালিকা। এই তালিকা তৈরির উদ্দেশ্য হলো, বিশ্বের বিভিন্ন স্থানে ঐতিহ্যগত প্রামাণ্য দলিলসমূহের সংরক্ষণ ও ব্যবহার নিশ্চিত করা।

এ জাতীয় আরও খবর

  • ১৮ পূর্ণ হতেই কাইলিকে পর্ন নির্মাতাদের লোভনীয় প্রস্তাব১৮ পূর্ণ হতেই কাইলিকে পর্ন নির্মাতাদের লোভনীয় প্রস্তাব
  • স্বামীর পক্ষে এবার মেলানিয়াস্বামীর পক্ষে এবার মেলানিয়া
  • মার্কিন ও ইউরোপীয় খাবার রাশিয়ায় নিষিদ্ধমার্কিন ও ইউরোপীয় খাবার রাশিয়ায় নিষিদ্ধ
  • মজাদার পোয়া পিঠা তৈরির সহজ উপায়মজাদার পোয়া পিঠা তৈরির সহজ উপায়
  • হজে গিয়ে আরও পাঁচ বাংলাদেশির মৃত্যুহজে গিয়ে আরও পাঁচ বাংলাদেশির মৃত্যু
  • এবার ‘মিস আর্থ-২০১৬’ এর সেরা ২০-এ প্রিয়তি , পড়শীর অন্যরকম সময়এবার ‘মিস আর্থ-২০১৬’ এর সেরা ২০-এ প্রিয়তি , পড়শীর অন্যরকম সময়
  • সাগর-রুনির হ্ত্যাকারীদের গ্রেপ্তার দাবিতে প্যারিসে মানববন্ধনসাগর-রুনির হ্ত্যাকারীদের গ্রেপ্তার দাবিতে প্যারিসে মানববন্ধন
  • অতি–বুদ্ধিমানদের জন্য ক্রিকেট নয়!অতি–বুদ্ধিমানদের জন্য ক্রিকেট নয়!
  • কেন মানুষ বাঁ-হাতি হয়, বাঁ-হাতি হলে কী হয়কেন মানুষ বাঁ-হাতি হয়, বাঁ-হাতি হলে কী হয়
  • গাজরের রস খেয়ে ক্যান্সার তাড়িয়ে মৃত্যুকে জয় করলেন অ্যানগাজরের রস খেয়ে ক্যান্সার তাড়িয়ে মৃত্যুকে জয় করলেন অ্যান
  • ধানমন্ডির বহুতলভবনে অগ্নিকাণ্ড, নিহত ১ধানমন্ডির বহুতলভবনে অগ্নিকাণ্ড, নিহত ১
  • ট্রাম্পের উত্থানে গণমাধ্যমই দায়ী : ওবামাট্রাম্পের উত্থানে গণমাধ্যমই দায়ী : ওবামা