সোমবার, ১৮ই জুন, ২০১৮ ইং ৪ঠা আষাঢ়, ১৪২৫ বঙ্গাব্দ

ভিক্স ভেপোরাবের যত চমৎকার ব্যবহার

আর কিছু থাকুক না থাকুক মোটামুটি সবার বাড়িতেই একটা ভিক্স ভেপোরাবের ডিব্বা থাকবেই থাকেবে| ভিক্স ভেপোরাবের প্রধান উপকরণ হলো ক্যাম্ফর বা কর্পূর‚ মেন্থল এবং ইউক্যালিপটাস| কিন্তু ভিক্স ভেপোরাব কী শুধুমাত্র ঠাণ্ডা লেগে সর্দি হলে তবেই কাজে আসে? উত্তরটা হলো না‚ ভিক্স ভেপোরাবের এমন কিছু উপকারিতা আছে যা আমাদের মধ্যে অনেকেই জানি না| আজকে রইলো তারই একটা তালিকা|

ইনসেক্ট রেপেলেন্ট হিসেবে ব্যবহার করা যায়: বাড়িতে হঠাৎ করে মশা তাড়ানোর ধূপ বা রেপেলেন্ট শেষ হয়ে গেছে? এদিকে মশার জ্বালায় তিষ্ঠোতে পারছেন না? কোনো চিন্তা নেই গায়ের খোলা জায়গায় একটু ভিক্স ভেপোরাব লাগিয়ে নিন | বা শরীরের কাছাকাছি একটা খোল ভিক্স ভেপোরাবের ডিব্বা খুলে রেখে দিন | মশা ছাড়াও অন্য পোকামাকড় আপনার কাছ ঘেঁষবে না|

পোষা কুকুর বা বিড়াল: বাড়িতে পোষা কুকুর বা বিড়াল আছে তাহলে ভিক্স ভেপোরাব বাড়িতে অবশ্যই রাখুন| বাড়িতে পোষ্য থাকা মানেই তারা মাঝে মাঝেই ভুল করে ঘরের মধ্যে মল মূত্র ত্যাগ করে ফেলে| এটা বন্ধ করতে বাড়ির ওইসব জায়গায় ভিক্স রাখুন যেখানে তারা ওই দুষ্কর্মটি করে।

বেলি ফ্যাট গলাতে সাহায্য করে: এক টেবিল চামচ কর্পূর‚ এক টেবিল চামচ অ্যালকোহল‚ এক টেবিল চামচ বেকিং সোডা অর হাফ জার ভিক্স ভেপোরাব ভালো করে মিশিয়ে একটা পেস্ট বানান| জিমে যাওয়ার আগে পেটের চর্বির ওপর বা শরীরের যে অংশে ফ্যাট জমেছে তার ওপর এই পেস্টটা লাগান| ভালো করে ওই অংশ ঢেকে নিন| ওয়ার্ক আউট হয়ে গেলে জল আর সবান দিয়ে ওই অংশ ধুয়ে ফেলুন| সপ্তাহে এটা ২-৩ বার করুন| দেখবেন অনেক দ্রুত রোগা হচ্ছেন| বাজারে যে দামী স্লিমিং ক্রিম পাওয়া যায় এই হোমমেড পেস্ট কিন্তু তার থেকে বেশি কার্যকারী |

কালশিটে ঠিক করে: অনেক সময় শক্ত কিছুতে ধাক্কা লেগে কালশিটে পড়ে যায়| অনেক সময় কালশিটের সঙ্গে আক্রান্ত জায়্গা ফুলেও ওঠে| এইরকম হলে কালশিটের ওপর হাল্কা করে ভিক্স ভেপোরাব লাগিয়ে নিন| দেখবেন একদিনেই ঠিক হয়ে যাবে|

টো নেল ফাংগাস সারিয়ে তোলে: আপনার পায়ের আঙুলের নখ যদি ফাংগাসের দ্বারা আক্রান্ত হয় তাহলে রাতে সেখানে ভালো করে ভিক্স লাগিয়ে মোজা পরে শুয়ে পরুন| পরের দিন জায়গাটা ধুয়ে আক্রান্ত নখের যতটা পারবেন কেটে ফেলুন| যতদিন না পুরোপুরি সেরে যাচ্ছে প্রতি রাতে এটা রিপিট করুন|

স্ট্রেচ মার্ক কমায়: প্রেগন্যান্সির কারণেই হোক বা ওয়েট পুট অন করার কারণেই হোক স্ট্রেচ মার্ক দেখা দিতে পারে| মাত্র ২ সপ্তাহে স্ট্রেচ মার্কস কমাতে সাহায্য করে ভিক্স ভেপোরাব|

আরও : বাংলাদেশের উপকূলে আসতে থাকা জ্বলন্ত জাহাজ আটকে দিলো ভারত

মাথা ব্যথা সারায়: ঠাণ্ডা লেগে মাথা ব্যাথা ছাড়াও অনেক সময় স্ট্রেস‚ গরম এইসবের কারণেও মাথা ব্যথা হয়| আমরা আগেই বলেছি ভিক্স ভেপোরাবের অন্যতম উপকরণ হলো মেন্থল| মেন্থল মাথা থেকে ব্লাড প্রেশার কমাতে সাহায্য করে ফলে মাথা ব্যথা তাড়াতাড়ি সেরে যায়|

বিড়ালের হাত থেকে সোফা আর পর্দা রক্ষা করে: অনেক সময় পোষা বিড়ালরা সোফা‚ দরজা‚ পর্দা এইসব আঁচড়াতে খুব ভালোবাসে| ফলে সেগুলো নষ্ট হয়ে যায়| এটা বন্ধ করতে ওইসব জিনিসের কাছে একটা খোলা ভিক্স ভেপোরাবের শিশি রেখে দিন|

ব্রণ সারিয়ে তোলে: আক্রান্ত জায়গায় ভিক্স লাগিয়ে রাতে শুয়ে পরুন| সকালে ফেস ওয়াশ দিয়ে মুখ ধুয়ে নি| ক‘দিন এই পদ্ধতি ফলো করলে তফাত নিজেই দেখতে পাবেন| 

পা ফাটা সারিয়ে দেয়: রাতে শুতে যাওয়ার আগে পায়ের গোড়ালিতে ভিক্স ভেপোরাব লাগিয়ে নিন| ফাঁটা অংশে একটু বেশি করে লাগান| এইবার একটা মোজা পরে ঘুমিয়ে পরুন| সকালে পিউমিস স্টোন বা ঝামা পাথর দিয়ে ভালো করে গোড়ালি ঘষে ঠাণ্ডা পানি দিয়ে পা ধুয়ে নিন | কয়েকদিন এটা ফলো করলেই দেখবেন আপনার পা ফাটা উধাও এবং তার বদলে আপনি পাবেন কোমল‚ নরম সুন্দর পা|

ভিক্স ভেপোরাব ব্যবহারে সতর্কতা:

প্রথমবার ব্যবহার করার আগে অবশ্যই দেখে নিন আপনার কোন রকম অ্যালার্জি হচ্ছে কি না|

এটা পরীক্ষা করার জন্য হাতের পাতার পিছনে অল্প একটু ভিক্স লাগান| খানিক্ষণ রেখে দিন| লাগানোর পর যদি সেই অংশ জ্বালা করে‚ বা লাল হয়ে যায় বা অন্য সিম্পটম দেখা দেয় থাহলে ভিক্স ভেপোরাব ব্যবহার করবেন না|

২ বছরের কম শিশুর ক্ষেত্রে ভিক্স ভেপোরাব না ব্যবহার করাই ভালো|

যদি কোনরকম সংশয় দেখা দেয় অবশ্যই একজন ডাক্তারকে কনসাল্ট করুন

সূত্র: বিএলসি

Print Friendly, PDF & Email

এ জাতীয় আরও খবর

বাংলাদেশের উপকূলে আসতে থাকা জ্বলন্ত জাহাজ আটকে দিলো ভারত

‘বাড়ি গেলে সৎ বাবা মারে’

হিজরা দলের অভিনব কায়দায় ছিনতাই

ব্রাজিলকে রুখে দিলো সুইজারল্যান্ড

মিমির জীবনের সবচেয়ে সুদর্শন পুরুষ কে, জানেন?

৩০০ কোটি টাকা ব্যয়ে আইফেল টাওয়ারে বুলেটপ্রুফ বেষ্টনী