সোমবার, ১৮ই জুন, ২০১৮ ইং ৪ঠা আষাঢ়, ১৪২৫ বঙ্গাব্দ

কাশ্মীরকে স্বাধীন করে ১৯৭১’র প্রতিশোধ নেওয়ার হুমকি হাফিজ সাঈদের

আন্তর্জাতিক ডেস্ক : বিরোধপূর্ণ কাশ্মীরকে স্বাধীন করে ১৯৭১ সালে পাকিস্তানের হারের প্রতিশোধ নেওয়া হবে বলে হুমকি দিয়েছেন পাকিস্তানভিত্তিক উগ্রবাদী সংগঠন লস্কর-ই-তাইয়েবার অন্যতম প্রতিষ্ঠাতা হাফিজ সাঈদ।

পাকিস্তানের লাহোরে এক অনুষ্ঠানে একথা বলেন ভারতের মুম্বাইয়ে সন্ত্রাসী হামলার অন্যতম সন্দেহভাজন এই পরিকল্পনাকারী। খবরে জি নিউজের।

হাফিজ সাঈদ বলেন, ‘পাকিস্তান ১৯৭১ সালের লড়াইয়ে পরাজিত হয়েছিল। সেই পরজয়ের বদলা নেওয়া হবে কাশ্মীরকে স্বাধীন করে। ’

আরও : আইএস’র সঙ্গে যুক্ত মাদক ব্যবসায়ীরা: কৃষিমন্ত্রী

জি নিউজের প্রতিবেদনে বলা হয়, ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে পাকিস্তানকে পরাজিত করেতে সহায়তা করেছিল ভারত। সেই রাগ এখনও পুষে রেখেছে পাকিস্তান। এদিন সেই কথাই বেরিয়ে এল সাঈদের মুখ থেকে।

জঙ্গি মদতের অভি‌যোগ বেশ কিছুদিন সাঈদকে গৃহবন্দী করে রাখে পাকিস্তান। তবে শেষ প‌র্যন্ত আদালতের নির্দেশে তাকে ছেড়ে দেওয়া হয়। বন্দিদশা থেকে ছাড়া পেয়েই কাশ্মীরকে স্বাধীন করার এই ঘোষণা দিলেন তিনি।

শনিবার নওয়াজ শরীফ ও তার দল পাকিস্তান মুসলিম লিগের উদ্দেশ্যে সাঈদের বার্তা, তোমরা প্রতিশ্রুতি দিয়েছিলে কাশ্মীরকে স্বাধীন করবে, পাকিস্তানকে রক্ষা করবে। কিন্তু তোমরা দেশের মানুষকে ধোঁকা দিয়েছ। তোমরা নরেন্দ্র মোদির সঙ্গে বন্ধুত্ব করতে চেয়েছিলে। দেশের মানুষের সঙ্গে তোমরা বিশ্বাসঘাতকতা করেছ।

Print Friendly, PDF & Email

এ জাতীয় আরও খবর

আইএস’র সঙ্গে যুক্ত মাদক ব্যবসায়ীরা: কৃষিমন্ত্রী

মেয়ের গায়ে হাত তুলবেন না হ্যারি, এমন প্রত্যাশা ছিল মেগানের বাবার

বিশ্বকাপে রাশিয়ান তরুণীদের সে ক্স নিষেধাজ্ঞা প্রত্যাহার

বাংলাদেশের উপকূলে আসতে থাকা জ্বলন্ত জাহাজ আটকে দিলো ভারত

৩০০ কোটি টাকা ব্যয়ে আইফেল টাওয়ারে বুলেটপ্রুফ বেষ্টনী

ফ্রান্সে সুপারমার্কেটে ‘আল্লাহু আকবর’ বলে দুইজনকে ছুরিকাঘাত তরুণীর