বুধবার, ৩১শে জানুয়ারি, ২০১৮ ইং ১৮ই মাঘ, ১৪২৪ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় ডাকাতদের হামলায়  শ্রমিক নিহত, আহত ৩

তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলার পাকশিমুল ইউনিয়নের বড়ইছড়া গ্রামের মেঘনা নদীতে নৌ ডাকাতদের হামলায় নৌকার এক শ্রমিক নিহত হয়েছে। শনিবার গভীর রাতে এ হামলার ঘটনা ঘটে। নিহতের শ্রমিকের নাম সারোয়ার হোসেন (২৪)। পিতা হারুন মিয়া, সে পাকশিমুল বড়ইছড়া গ্রামের হারুন মিয়ার ছেলে।
 নিহতের স্বজনরা জানিয়েছেন, ঢাকা থেকে সিমেন্ট নিয়ে একটি ট্রলার সুনামগঞ্জের ছাতকের উদ্দেশ্যে যাবার সময় ৭/৮জনের একটি নৌ ডাকাত দল ট্রলারটির গতিরোধ করে। মুখোশধারী ডাকাতরা ট্রলার থামিয়ে শ্রমিকদের বেদম প্রহার করে। তাদের হামলায় অন্ততঃ ৪জন আহত হয়। তাদের কাছে রক্ষিত নগদ টাকা-পয়সা, মোবাইলসহ বিভিন্ন মালামাল লুট করে নিয়ে যায়। আহত অবস্থায় সারোয়ারকে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে রাতে নিয়ে আসা হয়। অবস্থার অবনতি হলে রাতেই তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে  রবিবার সকালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মফিজ উদ্দিন ভূইয়া জানান, ঘটনা ব্যাপারে খোঁজ নেয়া হচ্ছে।