রবিবার, ৪ঠা ফেব্রুয়ারি, ২০১৮ ইং ২২শে মাঘ, ১৪২৪ বঙ্গাব্দ

‘আল্লাহ’ লেখা গোশতের টুকরা কি খাওয়া যাবে?

প্রশ্ন : আসসালামু আলাইকুম, সম্মানিত মুফতি সাহেব, আপনার কাছে আমার জানার বিষয় হলো, কয়েকদিন আগে আমরা একটি গরু জবাই করি, গরুর গোস্ত কাটার সময় হঠাৎ করে একটি গোস্তের টুকরার মাঝে পরিস্কারভাবে “আল্লাহ” লেখা দেখতে পাই। উক্ত টুকরাটি আমরা আলাদা করে রেখে দেই। আমার প্রশ্ন হলো, উক্ত গোস্তের টুকরাটি আমরা কী করব? খেতে পারব কি?

এমন আরো অনেকের মুখেই শুনেছি, আলুসহ অন্যান্য খাবার বস্তুর মাঝেও এমন আল্লাহ লেখা পাওয়া যায়। এখন বস্তুগুলো খাওয়া যাবে কি? নাকি কোনো পবিত্র স্থানে সংরক্ষিত করে রাখতে হবে? দয়া করে জানালে কৃতজ্ঞ হবো।

উত্তর :

وعليكم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم

উক্ত গোস্ত বা আলু ইত্যাদি খাওয়াতে কোনো সমস্যা নেই। বরং বরকতের নিয়তে খুশি মনেই খাওয়া উচিত। [ফাতাওয়া কাসিমীয়া : ২৪/৭৬]

أَبُو عَبْدِ الله السُّلَمِيُّ: ” فِي ذِكْرِ مَنْصُورِ بْنِ عَمَّارٍ وَأَنَّهُ أُوتِيَ الْحِكْمَةَ، وَقِيلَ: إِنَّ سَبَبَ ذَلِكَ أَنَّهُ وَجَدَ رُقْعَةً فِي الطَّرِيقِ مَكْتُوبًا عَلَيْهَا بِسْمِ اللهِ الرَّحْمَنِ الرَّحِيمِ فَأَخَذَهَا فَلَمْ يَجِدْ لَهَا مَوْضِعًا فَأَكَلَهَا فَأُرِيَ فِيمَا يَرَى النَّائِمُ قَائِلًا يَقُولُ لَهُ: قَدْ فَتَحَ اللهُ عَلَيْكَ بَابُ الْحِكْمَةِ بِاحْتِرَامِكَ لِتِلْكَ الرُّقْعَةِ، وَكَانَ بَعْدَ ذَلِكَ يَتَكَلَّمُ بِالْحِكْمَةِ (شعب الإيمان للبيهقى، فصل فى تعظيم المصحف، دار الكتب العلمية بيروت-2/545/ رقم-2662، مكتبة الرشد للنشر، رقم- 2416)

উত্তর দিয়েছেন : লুৎফুর রহমান ফরায়েজী