বৃহস্পতিবার, ৮ই ফেব্রুয়ারি, ২০১৮ ইং ২৬শে মাঘ, ১৪২৪ বঙ্গাব্দ

রাজশাহী স্টেশনের সামনে দিনভর দাড়িয়ে বাস, যানজটের বিড়ম্বনায় নগরবাসী

পাপন সরকার শুভ্র,রাজশাহী : রাজশাহী রেলওয়ে স্টেশনের সামনের সড়কটিতে অধিকাংশ সময় দুর পাল্লার বাস দাঁড়িয়ে থাকছে। এতে করে এই গুরুত্বপূর্ণ সড়কটিতে যানজট লেগেই থাকছে। ফলে সড়কটি ব্যবহারে যাত্রীসহ অন্যান্য যানগুলোকে পড়তে হচ্ছে বিড়ম্বনায়।
সড়কটির বেহাল দশার কারণে সড়কটির একদিকে কয়েকমাস বন্ধ যান চলাচল বন্ধ ছিল।

সম্প্রতি রাজশাহী সিটি কর্পোরেশন সড়কটিতে খোয়াফেলে কোন রকমে চলা চলের ব্যবস্থা করে দিয়েছে। তবে দিনের অধিকাংশ সময় সড়কটিতে দুর পাল্লার বাস দাঁড়িয়ে থাকায় এখন এই
সড়ক দিয়ে যাতায়াতে নগরবাসীকে দুর্ভোগ পোহাতে হচ্ছে।

দিনের বেশির ভাগ সময়ই যানজট লেগে থাকছে এখানে। বিশেষ করে বিকাল থেকে যানজট শুরু হয়। অটোরিক্সা চলাচলে যানজটের সৃষ্টি হয়। বাস সবসময় দাড়িয়ে থাকায় যান চলাচলের বিঘ্নতায় এই যানজটের সৃষ্টি হচ্ছে।

নগরীর পদ্মা আবাসিক এলাকার বাসিন্দা হাসনাত বলেন, একদিকে সড়কের বেহাল দশা অন্যদিকে
সড়কজুড়ে দাড়িয়ে থাকে বড় বড় বাস। এতে করে এই সড়ক ব্যবহারে জীবনের ঝুঁকি নিয়ে যাতায়াত করতে হচ্ছে নগরবাসীকে।