শনিবার, ২৪শে মার্চ, ২০১৮ ইং ১০ই চৈত্র, ১৪২৪ বঙ্গাব্দ

বাঞ্ছারামপুরে যানজট নিরসনে ‘ইউএনও ম্যাজিক’!

ফয়সল আহমেদ খান,বাঞ্ছারামপুর : রীতিমতো ম্যাজিক দেখিয়েছেন ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও)মো.শরিফুল ইসলাম।বহুবছরের স্থায়ী যানজট তিনি নিরসন করেছেন মাত্র ৪৮ঘন্টায়।আর এমন ম্যাজিকে হতবাক উপজেলাবাসী।বর্তমানে উপজেলায় যানজট প্রায় নেই বললেই চলে।

কথা ও খোজ নিয়ে জানা যায়,যানজট নিরসনে উপজেলা প্রশাসনের সহকারি কমিশনার(ভূমি)মো.আলমগীর হোসেনকে নিয়ে ইউএনও শরিফুল ইসলাম অবসরে একাধিক অনানুষ্ঠানিক বৈঠক করেন।পরিকল্পনা মতো,সদর উপজেলায় অবস্থিত বিভিন্ন সিএনজি,অটোরিক্সা ষ্টেন্ট দূরে সরিয়ে দেন।পৌর এলাকার ফুটপাথ থেকে দল-মত-নির্বিশেষে সব হকারকে ৪৮ ঘন্টার সময় বেধে দিয়ে সরিয়ে দেয়া হয়।সরকারি রাস্তা দখল করে যে সমস্ত দোকানপাট বর্ধিত অংশ দখল কওে রেখেছিলো সেগুলো দখলমুক্ত করেন।দিনের বেলায় ভারী পরিবহন লোড-আনলোড নিষিদ্ধ করেন মাইকিং করে।আর এতেই কাজ হয়।উপকৃত হয় সাধারন জনগন।

এবিষয়ে বাঞ্ছারামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.শরিফুল ইসলাম বলেন,-‘মাত্র তো শুরু করলাম।বাঞ্ছারামপুরে খাল,পূর্বের সরকারি খাস জায়গা,সাবেক রাস্তা সবই বের করা হবে।এতে কোন যদি কোন রাজনৈতিক ব্যক্তি বাধা দিতে আসে,তা কর্ণপাত করা হবে না।জনগনের জন্য রাস্তা,গাড়ি চলাচল-ব্যবসা-বানিজ্য।এতে কোন কাল হাতকে পশ্রয় দেয়া হবে না।আর যে সামান্যটুকুন সাফল্য অর্জন করেছি,থানার পুলিশসহ এলাকাবাসী,ব্যবসায়ীমহল,প্রশাসনের সকলের সহায়তায় তা সম্ভব হয়েছে।’

এবিষয়ে বাঞ্ছারামপুর উপজেলা দলিল লেখক সমিতির সাধারন সম্পাদক মো.মোকবল হোসেন মোক্তার বলেন,-‘নতুন ্ইউএনও এবং এসি ল্যান্ড বাঞ্ছারামপুওে যোগদানের পর হতে প্রশাসনে অনিয়মের মাত্রা বহু কমেছে।রাস্তাঘাট প্রশস্ত হয়েছে।এখন এই আইন-শৃংখলা ধরে রাখেেত হবে সকলে মিলে।

নারী ও শিশু সুরক্ষায় কাজ করা মানবাধিকার কর্মী ও বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম-বাঞ্ছারামপুর উপজেলা শাখার সভাপতি সাংবাদিক ফয়সল আহমেদ খান বলেন,-‘নতুন ইউএনও শরিফুল ইসলাম উপজেলায় যোগদানের পর হতে প্রশাসনে গতি সঞ্চার হয়েছে।দূর্নীতি কমতে শুরু করেছে।ইভটিজিং ছাড়াই মেয়েরা স্কুলে যেতে পারছে।বাল্যবিবাহ কমেছে।সবই সম্ভব হয়েছে পুলিশ,এসি ল্যান্ডসহ প্রশাসনের সার্বিক সমন্ধয়ের কারনে।কিন্তু দুঃখের সাথে বলতে হচ্ছে,পাঠাগার বিহীন একটি উপজেলায় কাউকেই পাঠাগার প্রতিষ্ঠার ব্যাপারে এখনো প্রশাসনকে উদ্যোগী হতে দেখিনি’।

বাঞ্ছারামপুর উপজেলা ছাত্রলীগ সভাপতি জুয়েল আহমেদ বলেন,-‘আমাদের নেতা ও স্থানীয় সংসদ সদস্য ক্যা.এবি তাজুল ইসলাম এমপি সাধারন জনগনের সুবিধার জন্য প্রশাসনকে বার-বার বলেছেন‘নাগরিক সুবিধার জন্য আপনাদের যেকোন উদ্যোগে আমার সহযোগিতা থাকবে।’।

Print Friendly, PDF & Email