সোমবার, ২৬শে মার্চ, ২০১৮ ইং ১২ই চৈত্র, ১৪২৪ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ায়  চাচাত ভাইকে অপহরণেরর  ঘটনায় দুইজন আটক

নবীনগর প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে  নেশার টাকার জন্য নেশাগ্রস্ত আপন চাচাতো ভাইয়ের হাতে  অপহরণ হয়েছে শিশু চাচাত ভাই।
পরবর্তীতে দু’লাখ টাকা ও  এন্ড্রোয়েড মোবাইল ফোন মুক্তিপনের  বিনিময়ে ছোট  শিশু ভাইকে মুক্তি দিয়েছে অপহারণকারি ভাই। নেশাগ্রস্থ চাচাত ভাইয়ের নাম  খাইরুল আলম পায়েল (২৫)।তাঁর বাবার নাম শাহ্ আলম মিয়া।
অপহরণের ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ সন্দেহভাজন দুই জনকে আটক করেছে। আটককৃতরা হলেন, অপহরণকারি পায়েলের বড় ভাই মোয়াজ্জেম আলম জুয়েল(৩০) ও মো. আক্তার মিয়ার ছেলে রিফাত (১৮)।
এ ঘটনায় অপহৃত শিশুটির বাবা মো. কামরুজ্জামান বাদী হয়ে নবীনগর থানায় আটককৃতসহ ৬ জনকে আসামী করে মামলা দায়ের করেছেন।
মামলার বিবরণ ও অপহ্নত শিশুর পরিবার সূএে জানা যায়, আশফিক জামান উদয় (০৮) ঢাকা উত্তরা স্কুল এন্ড কলেজের তৃতীয় শ্রেনীর ছাত্র। উদয় বাবা তাঁর মায়ের মৃত্যুবার্ষিকীতে  স্ব-পরিবারে ঢাকা থেকে নবীগরের বাড়িতে আসে। উদয় বাড়ির সামনে রাস্তায় খেলা করছিল সেই সময় পায়েল হোন্ডা থামিয়ে ছোট ভাইকে ডেকে তুলে নিয়ে যায়। ছেলেকে না পেয়ে বাবা যখন পাগল প্রায় তখনই তার মোবাইলে ভাতিজা পায়েলের রিং বেজে উঠে। তখন মোটা অংকের   মুক্তিপন দাবী করা হয়।
নতুবা শিশু উদয়কে মেরে ফেলার হুমকি দেওয়া হয়। পরে ভাতিজার সাথে রফাদফায় দুই লাখ টাকা ও মোবাইল ফোনের বিনিময়ে উপজেলার পশ্চিম ইউনিয়নের নরসিংহপুর গোদারা ঘাট সংলগ্ন খোলা মাঠ থেকে শিশু উদয়কে জীবিত উদ্ধার করা হয়।
এ ব্যাপারে নবীনগর থানার অফিসার ইনর্চাজ মো. আসলাম শিকদার বলেন, থানায় মামলা হয়েছে। আটকৃতদের জিঙ্গাসাবাদ করে পপরবর্তী আইনগত ব্যবস্হা নেওয়া হয়েছে।
Print Friendly, PDF & Email

এ জাতীয় আরও খবর

ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সাধারণ সম্পাদকসহ তিননেতা গ্রেফতার

গণহত্যা দিবসে নাসিরনগরে মুক্তিযোদ্ধা স্মৃতিসৌধে মোমবাতি প্রজ্জ্বলন

বস্তুনিষ্ঠ সংবাদের মাধ্যমে অন্যায় দূর্নীতি ও সমাজের নানা অসঙ্গতি তুলে ধরার আহবান – বি.এম ফরহাদ হোসেন সংগ্রামের

স্বাধীনতা দিবসে স্মৃতিসৌধে প্রথম প্রহরেই শ্রদ্ধা নিবেদন 

২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে মোমবাতি প্রজ্বলন

আখাউড়ার সাবেক অধ্যক্ষ আব্দুল গাফফার খান আর নেই