শনিবার, ২৪শে মার্চ, ২০১৮ ইং ১০ই চৈত্র, ১৪২৪ বঙ্গাব্দ

নাসিরনগরে শুদ্ধভাবে জাতীয় সংগীত পরিবেশন প্রতিযোগিতার অনুষ্ঠিত

আকতার হোসেন ভুইয়া, নাসিরনগর  : শুদ্ধভাবে জাতীয় সংগীত চর্চাকে অনুপ্রাণিত করতে নাসিরনগরে উপজেলা পর্যায়ে চুড়ান্ত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার (১৪ ফেব্রুয়ারি)উপজেলা প্রশাসনের উদ্যোগে ১৩টি ইউনিয়নের প্রাথমিক,মাধ্যমিক-উচ্চ মাধ্যমিকের শিক্ষার্থীদের উপজেলা পর্যায়ে শুদ্ধভাবে দলগত জাতীয় সংগীত পরিবেশন প্রতিযোগিতা স্থানীয় সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় চত্বরে অনুষ্ঠিত হয়। শুদ্ধভাবে দলগত জাতীয় সংগীত পরিবেশন প্রতিযোগিতায় প্রাথমিকে মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়,মাধ্যমিকে আশুতোষ পাইলট উচ্চ বিদ্যালয়,উচ্চ মাধ্যমিকে নাসিরনগর ডিগ্রি মহাবিদ্যালয় প্রথম স্থান অর্জন করে।

উপজেলা নিবার্হী কর্মকর্তা বি.এম মশিউর রহমানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান এটিএম মনিরুজ্জামান সরকার । বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান অঞ্জন কুমার দেব,মহিলা ভাইস চেয়ারম্যান সৈয়দা হামিদা লতিফ পান্না,সহকারী কমিশনার ভূমি উম্মে সালমা,নাসিরনগর ডিগ্রী কলেজের অধ্যক্ষ মোঃ আলমগীর, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো.মাকছুদুর রহমান,উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা উম্মে সালমা,সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা কামরুন্নাহার বেগম,উপজেলা রির্সোস কর্মকর্তা শাহজাহান ভুইয়া।

উপজেলার ১৩টি প্রাথমিক বিদ্যালয়,১৩টি মাধ্যমিক বিদ্যালয় ও ২টি কলেজ এ প্রতিযোগিতায় অংশ নেয়।

Print Friendly, PDF & Email