শনিবার, ২৪শে ফেব্রুয়ারি, ২০১৮ ইং ১২ই ফাল্গুন, ১৪২৪ বঙ্গাব্দ

চাহিদা অনুযায়ী জ্বালানী পেলে গ্রীস্ম মৌসুমে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ সম্ভব-খালেদ মাহমুদ

আশুগঞ্জ প্রতিনিধি : চাহিদা অনুযায়ী জ্বালানী পেলে গ্রীস্ম মৌসুমে নিরবিচ্ছিন্ন ভাবে বিদ্যুৎ সরবরাহ সম্ভব বলে মন্তব্য করেছেন বিদ্যুৎ উন্নয়ন বোর্ড ও আশুগঞ্জ বিদ্যৎ কেন্দ্র কোম্পানী লিঃ এর চেয়ারম্যান প্রকৌশলী খালেদ মাহমুদ। আগামী ২০২১ সালের আগেই দেশের শতভাগ বিদ্যুতায়ন করা সম্ভব হবে বলে তিনি জানান। এ ছাড়া আশুগঞ্জে ১৩শ মেগাওয়াটের নতুন কয়লা ভিত্তিক একটি বিদ্যুৎ কেন্দ্র নির্মানের পরিকল্পনা নিয়েছে বিদ্যুৎ বিভাগ।

তিনি শুক্রবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ বিদ্যুৎ কেন্দ্রের বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতার পুরস্কার বিরতণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য শেষে সাংবাদিকদের সাথে এ কথা বলেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সদস্য প্রকৌশলী মোঃ আজহারুল ইসলাম, ঢাকা বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের প্রধান প্রকৌশলী গোলাম কিবরিয়া, কুমিল্লা বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের প্রধান প্রকৌশলী আবদুল্লাহ।

আশুগঞ্জ পাওয়ার স্টেশনের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী এএমএম সাজ্জাদুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন আশুগঞ্জ বিদ্যুৎ কেন্দ্রের নির্বাহী পরিচালক (পিএন্ডপি) প্রকৌশলী অজিত কুমার সূত্রধর, নির্বাহী পরিচালক (প্রকৌশল) প্রকৌশলী এ.কে.এম ইয়াকুব, নির্বাহী পরিচালক (অর্থ) মাহফুজুল হক, আশুগঞ্জ ৪৫০ মেগাওয়াট (সাউথ) প্রকৌশলী আব্দুস সামাদ, আশুগঞ্জ ৪৫০ মেগাওয়াট (সাউথ) প্রকৌশলী ক্ষিতীশ চন্দ্র বিশ্বাস।

বিদ্যুত কেন্দ্র মাঠে ক্রীড়া প্রতিযোগীতায় ৩০টি ইভেন্ট অনুষ্ঠিত হয়।

Print Friendly, PDF & Email

এ জাতীয় আরও খবর

সাহিত্য একাডেমির ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকী ও বার্ষিকী সাধারণ সভা অনুষ্ঠিত

বাঞ্ছারামপুরে ফিল্মী ষ্টাইলে ১৫ লাখ টাকা ছিনতাই

নাসিরনগরে বাতিঘর গ্রন্থগার ও সংস্কৃতি চর্চা কেন্দ্রের উদ্বোধন

জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০১৮ এর উদ্বোধন উপলক্ষে সংবাদ সম্মেলন

বদলি হলেন আশুগঞ্জের ইউএনও

ব্রাহ্মণবাড়িয়ায় পৃথক ঘটনায় নারীসহ দুই জনের লাশ উদ্বার