শনিবার, ২৪শে মার্চ, ২০১৮ ইং ১০ই চৈত্র, ১৪২৪ বঙ্গাব্দ

খালেদা জিয়া কারাগারে থাকায় সংসদ নির্বাচনে কোনো প্রভাব পড়বে না-স্বরাষ্ট্রমন্ত্রী

বিশেষ প্রতিনিধি : দুর্নীতির মামলায় কারান্তরীণ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কারণে আগামী জাতীয় সংসদ নির্বাচনে কোনো প্রভাব পড়বে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
শনিবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশের সদর সার্কেলের ছয়তলা বিশিষ্ট নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, খালেদা জিয়া কারাগারে থাকায় আগামী সংসদ নির্বাচনে কোনো প্রভাব পড়বে না। খালেদার বিরাট বড় দল তো রয়েছে। নির্বাচন কমিশনের আইন অনুযায়ী যা হওয়ার তাই হবে। এখানে আমাদের তো কিছু করার নেই।

তিনি আরও বলেন, বিএনপি বিচার বিভাগের বিরুদ্ধে কথা বলছে। আইন অনুযায়ী বিচারপতিরা যে সিদ্ধান্ত দিয়েছেন সেটিই হচ্ছে। এখানে কোনো রাজনৈতিক প্রভাব নেই। আমরা আইনের শাসন প্রতিষ্ঠিত করেছি। কাউকে আমরা ছাড় দিচ্ছি না, সবাইকেই আইনের মুখোমুখি হতে হচ্ছে।

মন্ত্রী আরও বলেন, কেউ কোনো বিশৃঙ্খলা কিংবা অরাজকতা সৃষ্টি করলে আমরা তা সহ্য করবো না। আইন অনুযায়ী বিশৃঙ্খলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

এ সময় মন্ত্রীর সঙ্গে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের সংসদ সদস্য র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী, চট্টগ্রাম রেঞ্জ পুলিশের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) এস এম মনির-উজ-জামান, ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার মিজানুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার ইকবাল হোসেন ও অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) রেজাউল কবির প্রমুখ।

Print Friendly, PDF & Email