শুক্রবার, ২৩শে ফেব্রুয়ারি, ২০১৮ ইং ১১ই ফাল্গুন, ১৪২৪ বঙ্গাব্দ

রাজশাহীতে দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩,আহত ১৫

পাপন সরকার শুভ্র , রাজশাহী প্রতিনিধি : রাজশাহীর গোদাগাড়ীতে যাত্রীবাহী দু’টি বাসের মুখোমুখি সংঘর্ষে শিশুসহ ৩জন ও ১৫ জন আহত হয়েছেন। মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহী মহাসড়কের কামারপাড়ায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতের মধ্যে একজনের পরিচয় যাওয়া গেছে। তিনি উপজেলার কুঠি গ্রামের আতাউর
রহমান টিটুর ছেলে মহানন্দা বাসচালক মারুফ হোসেন (৩৫)। নিহত শিশুসহ অপর
দুইজন একই বাসের যাত্রী। তাদের পরিচয় পাওয়া যায়নি।
গোদাগাড়ী থানার উপ-পরিদর্শক আলতাফ হোসেন জানান, ঢাকা থেকে ছেড়ে আসা একতা
পরিবহনের একটি বাস ও চাঁপাইনবাবগঞ্জ থেকে ছেড়ে আসা মহানন্দা স্পেশালের
একটি বাস চাঁপাইনবাবগঞ্জ- রাজশাহী মহাসড়কের কামারপাড়ায় পৌঁছলে মুখোমুখি
সংঘর্ষ হয়। সংঘর্ষে দুই বাসের সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। এতে ঘটনাস্থলে দুইজনের মৃত্যু হয়। পরে গোদাগাড়ী স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় এক শিশুর মৃত্যু হয়।
খবর পেয়ে ফায়ার সার্ভিস ও গোদাগাড়ী থানা পুলিশ স্থানীয়দের সহায়তায় আহতদের
উদ্ধার কর গোদাগাড়ী ও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। নিহতদের
মরদেহ উদ্ধার করে নেওয়াখবর পেয়ে ফায়ার সার্ভিস ও গোদাগাড়ী থানা পুলিশ
স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার কর গোদাগাড়ী ও রাজশাহী মেডিকেল কলেজ
হাসপাতালে ভর্তি করে। নিহতদের মরদেহ উদ্ধার করে নেওয়া হয়েছে।
Print Friendly, PDF & Email