শুক্রবার, ২৩শে ফেব্রুয়ারি, ২০১৮ ইং ১১ই ফাল্গুন, ১৪২৪ বঙ্গাব্দ

প্রথম প্রহরেই শহিদ মিনারে মানুষের ঢল

নিজস্ব প্রতিবেদক : মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে ভাষা শহিদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানাতে কেন্দ্রীয় শহিদ মিনারে সবস্তরের মানুষের ঢল নেমেছে।

বুধবার প্রথম প্রহরে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীসহ রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ ব্যক্তিদের শ্রদ্ধা নিবেদনের পরই শহিদ মিনার সবার জন্য উন্মুক্ত করে দেয়া হয়।

আগে থেকেই নীলক্ষেত, আজিমপুর ও পলাশী মোড় হয়ে শহিদ মিনারের দিকে মানুষের ঢল নামে। দল, মত, ধর্ম ও বর্ণ নির্বিশেষে মানুষ ভাষা শহিদদের প্রতি ফুলেল শ্রদ্ধা জানাচ্ছেন।

বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন, ছাড়াও নারী, পুরুষ, বৃদ্ধ ও শিশুরাও ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা জানাতে এসেছেন।
এর আগে একুশের প্রথম প্রহরে রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন।
পরে শেখ হাসিনা আওয়ামী লীগের সভাপতি হিসেবে মন্ত্রিপরিষদের সদস্য এবং দলের জ্যেষ্ঠ নেতাদের নিয়ে দলের পক্ষ থেকে শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন।

এরপর স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন। পরে আওয়ামী লীগসহ ১৪ দলের নেতৃবৃন্দ, সংসদের বিরোধীদল এবং বিভিন্ন দেশের কূটনীতিক শ্রদ্ধা নিবেদন করেন।

Print Friendly, PDF & Email

এ জাতীয় আরও খবর

যে কারণে ভারতের পরিবর্তে চীনের পক্ষে ডিএসই

হজে অনিয়ম, প্রতারণা: ২১ এজেন্সিকে অব্যাহতি

চাকরিতে প্রবেশের বয়স ৩৫ করার দাবিতে ফের অনশন

১০০ টাকায় পুলিশের চাকরি

উন্নয়নশীল দেশে উত্তরণ উপলক্ষে সপ্তাহব্যাপী উদযাপন

ফের চালু হচ্ছে ‘খাদ্যবান্ধব কর্মসূচি’